টপিকঃ শেষ চার স্পেস শাটল যাত্রী
১৯৮১ সালের ১২ই এপ্রিল কলম্বিয়া শাটলের যাত্রার মাধ্যমে নাসার স্পেস শাটল প্রোগ্রাম শুরু হয়। আগামী কাল (৮ জুলাই ২০১১) শাটল আটলান্টিস এর যাত্রার মাধ্যমে এ প্রোগামের সমাপ্তি হবে।
স্পেস শাটল হল মানুষের বানানো পূর্ন ব্যাবহারযোগ্য প্রথম মহাকাশ যান। গত ৩০ বছর ধরে পাঁচটি শাটল যানের (কলম্বিয়া, চেলেন্জার, ডিসকভারী, আটলান্টিস, এনডিভোর) মাধ্যেম এ প্রোগ্রাম অনেক মাহকাশচারী এবং যন্ত্রপাতি মহাকাশে নিয়েছে এবং ফেরত এনেছে।
আন্তর্যাতিক মাহাকাশ কেন্দ্র নির্মান এবং সচল রাখার কাজ এই শাটলের মধ্যমেই করা হয়েছে।
বামদিক থেকে কমান্ডার খ্রিচ ফেরগাসন, পাইলট ডগ হার্লি, মিশন স্পেশালিস্ট স্যান্ডি মেগনাস এবং রেক্স ওয়ালহিম
এই চারজন মাহাকাশচারী হলেন স্পেস শাটলের শেষ মিশনের যাত্রী।
অবহাওয়া ঠিক থাকলে তারা শুক্রবার সকাল ১১টা ২৬ মিনিটে (ইউএস ইস্টার্ন টাইম) যাত্রা করবেন। শেষ মিশনে তারা ভবিস্বৎ ব্যবহৃত
যন্ত্রপাতি সহ বেশ কিছু ভারি যন্ত্রপাতি নিয়ে যাচ্ছেন।
এই প্রোগ্রাম বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রে মহাকশে যাওয়ার জন্য কোন ব্যাবস্থা থাকবে না। তখন রাশিয়ার রকেটের উপর তাদের নির্ভর করতে হবে। বিকল্প ব্যাবস্থা না রেখে স্পেস শাটল প্রোগ্রাম বন্ধ করে দেয়ার জন্য অনেকেই এর সমালোচনা করছেন।