টপিকঃ প্রবাসিরা নতুন ঝামেলায়...
নতুন এক গুজব ছরিয়েছে আমাদের এখানে । কেও নাকি ডিজিটাল পাসপোর্ট ছাড়া কুয়েতে ঢুকতে পারবে না । তাই সবাই দেশে জাবার আগে ডিজিটাল পাসপোর্ট বানাচ্ছে... আর এই পাসপোর্ট বানাতে জেয়ে যে কি হয়রানি হতে হচ্ছে তা আল্লাহ ছাড়া কেও জানে না । ৩০/৪০ ডিগ্রি গরম এর মধ্যে ঘন্টার পর ঘন্টা দারিয়ে থাকতে হচ্ছে । নাই কোন সিরিয়াল আর সিরিয়াল থাকলেও বাংলাদেশের মানুষ আইন একটু কম ই মানে । তাই এখানে মোতায়েন করা হয়েছে ১৮/২০ বছরের কুয়েতি আর্মি । জারা নাকি একটু ট্রুটি পেলেই শরীরের সকল জোর দিয়ে পিটানো শুরু করে ।
আজ আমার বড়ো ভাই এবং আমার ছোট কাকা গিয়েছিল । আমার অফিস ছিল তাই আমি জাইনি । না জেয়ে অনেক ভাল করেছি । তারা সকাল ৬টা বাজে গেছে আর আসছে সন্ধ্যে ৭টা বাজে । এই প্রজন্ত একটানা রোদেই দারিয়ে ছিল । নরার কোন উপায় নেই । কারন নরলেই তো সিরিয়াল হারাবে ।
এত হামাগরি দিয়ে পরার কারন হচ্ছে । কিছুদিন আগে বাংলাদেশ থেকে কিছু প্রবাসি কুয়েতে প্রবেশ করতে পারেনি । জারা প্রবেশ করতে পারেনি তারা বলেছে যে নতুন পাসপোর্ট এর কারনে । আসলে ঘটনা তা নয় ঘটনা হচ্ছে তাদের পাসপোর্ট ''পিসি'' করা ছিল । তাই সবাই ভয় পেয়ে এক সাথে গেছে পাসপোর্ট বানাতে ।
এখানে সরকার যেই ভুল করছে ঃ এই ঘটনা সব টেলিভিশন এ প্রচার করার দরকার ছিল যে পুরাতন পাসপোর্ট নিয়ে ভ্রমন করিলে কোন প্রকার সমস্যা হবে না । যদি না পাসপোর্ট এ কোন ধরনের সমস্যা না থাকে । যেমনঃ পাসপোর্ট মেয়াদ উর্তিন্য , আকামা নাই , ইত্যাদি ।
আসলে বাংলাদেশ সরকার সুধু মাসে মাসে আমাদের কাছ থেকে রেমিটেন্স খেয়ে জাচ্ছে । আমাদের কোন প্রকার সাহায্য করছে না । আরো অনেক কথা ছিল । বিস্তারিত আবার কখনো বলবো । রাত অনেক হইছে । নিচে ২টা ছবি দিলাম দেখেন কুয়েতের বাংলাদেশের এম্বাসি। (মরলেই বাচি)
প্রখর রোদে দারিয়ে আছে হাজার হাজার বাংলাদেশি
ব্যানার লাগানো বিল্ডিং হচ্ছে বাংলাদেশের দুতাবাস (ভুলে না দিতে বাশ)