টপিকঃ কলোডিকটিয়ন - বিলিয়ন বছর বয়সী গ্রেট গ্রেট ... গ্রেট গ্র্যান্ডদাদু
মীট জনাব কলোডিকটিয়ন -
আনুমানিক ১ বিলিয়ন বছর বয়স এনার। ভদ্রলোককে পাওয়া গেছে নরওয়ের অসলো শহরের পার্শ্ববর্তী এক লেইকের তলদেশে।
এর বৈশিষ্ট হলো, পৃথিবীর সমগ্র প্রাণীকুলের জেনেটিক বিল্ডাপের সাথে এর কোনো মিলই নেই - সম্পূর্ণ ভিন্ন জেনেটিক ম্যাটেরিয়াল দিয়ে গঠিত ইনি। আর তাই সাইন্টিস্টরা বলছেন কলোডিক্টিয়ন হলো টৃ অব লাইফ তথা ফাইলোজেনীর একদম মূল গোড়ার কাছাকাছি একটি "প্রাণী" (টেকনিকালী, এটি একটি ইউক্যারিয়ট - প্রাণী নয়)
"We have found an unknown branch of the tree of life that lives in this lake. It is unique! So far we know of no other group of organisms that descend from closer to the roots of the tree of life than this species," study researcher Kamran Tabrizi, of the University of Oslo, in Norway, said in a statement.
বিস্তারিত: http://www.msnbc.msn.com/id/47225834