টপিকঃ লিনাক্স মিন্ট ডিলিট করার পর উইন্ডোজ চালু হচ্ছে না
আমার ল্যাপটপে উইন্ডোজ ৭ আর লিনাক্স মিন্ট সেটাপ দেয়া ছিল। আজকে "জিপার্টেড" দিয়ে লিনাক্স মিন্ট এর পার্টিশন ডিলিট করে দিলাম। এরপর ল্যাপি রিস্টার্ট দেবার পর দেখি "Grub not found" বা এই টাইপের কিছু দেখাচ্ছে। এখন কি করবো?