টপিকঃ আজ রাতে এল-ক্ল্যাসিকো, লা-লিগার অলিখিত ফাইনাল
টেন একশন আজ রাত ১২টার সময় খেলাটি দেখা যাবে
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘এল ক্লাসিকো’। অপেক্ষার প্রহর প্রায় শেষের পথে। আজ ই স্প্যানিশ লিগের খেলায় ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে ইউরোপের শীর্ষ এই দুই ক্লাব।এখন প্রশ্ন শেষ পর্যন্ত শেষ হাসিটা কে হাসতে পারবে?
লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? হোসে মরিনহো নাকি পেপ গার্দিওলা? বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ?
তিনটা প্রশ্নের একটাই উত্তর। সেই উত্তর মিলে যাবে আজ। মৌসুমের ষষ্ঠ এল ক্লাসিকোতে আজ বার্সার মাঠে মুখোমুখি রিয়াল। যে ম্যাচ হয়ে উঠেছে স্প্যানিশ লিগের অলিখিত ফাইনাল। আজকের ম্যাচই অনেকটা বলে দেবে, এই মৌসুমে স্প্যানিশ লিগের ট্রফি উঠবে কার হাতে। টানা চতুর্থবারের মতো শিরোপা উৎসবে মাতোয়ারা হবে বার্সা? নাকি প্রথম লা লিগা জিতবেন রোনালদো আর মরিনহো।
পয়েন্টের হিসাবে রিয়ালই ভালো জায়গায়। ৪ পয়েন্টে এগিয়ে তারা। লিগে ম্যাচ বাকি আর মাত্র পাঁচটি। রিয়াল আজকের ম্যাচে জিতলে সেই ব্যবধান হবে ৭। ধরে নিতেই পারেন, সে ক্ষেত্রে শিরোপা যাবে রিয়ালের ঘরেই। ড্র করলেও রিয়ালই থাকবে এগিয়ে। কিন্তু বার্সার জয় পাল্টে দিতে পারে হিসাব। তখন রিয়াল এগিয়ে থাকবে মাত্র ১ পয়েন্টে, কিন্তু মানসিকভাবে পিছিয়ে পড়বে অনেক। শেষ চারটি ম্যাচে একটি ড্রও সর্বনাশ করতে পারে তাদের। কারণ দুই দলের পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ের হিসাবে শিরোপা থাকবে বার্সার ঘরেই। অথচ এক মাস আগেও মনে হচ্ছিল, এই ম্যাচটি বার্সার জন্য স্রেফ মর্যাদা রক্ষার লড়াই হয়ে যাবে। রিয়াল তখন এগিয়ে ১০ পয়েন্টে। গত সাত ম্যাচের তিনটিতে ড্র করেই আজকের ম্যাচটিকে এমন গুরুত্বপূর্ণ করে তুলেছে রিয়াল মাদ্রিদই।
বার্সা মানসিকভাবে এগিয়ে থাকবে পরিসংখ্যানের কারণে। নিজেদের মাঠে সর্বশেষ ৫৪ ম্যাচে হারেনি বার্সা। মরিনহোও ২০১০ সালে দায়িত্ব নেওয়ার পর ১০টি এল ক্লাসিকোর মাত্র একটিই জেতাতে পেরেছেন। লিগের সর্বশেষ সাত এল ক্লাসিকোর ছয়টিই জিতেছে বার্সা। এর মধ্যে আছে রিয়ালকে ৫-০ আর ৬-২ গোলের বড় দুটি লজ্জা দেওয়াও। গত সাত ম্যাচের তিনটিতে যখন হোঁচট খেয়েছে রিয়াল, বার্সা তখন জিতেছে লিগের গত ১১টি ম্যাচেই।
তবে একটা জায়গায় আজ দুই দল একই বিন্দুতে মিলে যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে দুই দলই ফেবারিট হয়েও হেরেছে। দুই পরাজয়ই এক গোলের ব্যবধানে। ফলে মঙ্গল আর বুধবারের অনুষ্ঠেয় ফিরতি লেগটাও মাথায় রেখে এই ম্যাচে মাঠে নামতে হবে দুই দলকে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পরের ম্যাচের জন্য ফিট থাকা জরুরি। আবার এই ম্যাচের ফলাফল মানসিক একটা প্রভাব হয়ে থাকবে পরের ম্যাচের জন্যও। ফিরতি লেগ জিতলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও মুখোমুখি হবে এই দুই দল। সব দিক দিয়েই আজকের এল ক্লাসিকো হয়ে উঠছে মহাগুরুত্বপূর্ণ।
আর ভয়টা এখানেই। এল ক্লাসিকোর সাম্প্রতিক লড়াইগুলো মাঠে ধ্রুপদ ফুটবলের চেয়ে অনাকাঙ্ক্ষিত উত্তেজনাই বেশি এনেছে। গার্দিওলার সহকারী টিটো ভিলানোভার চোখে মরিনহোর খোঁচা মারা, পেপের লাল কার্ড নিয়ে দুই দলের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা, খ্যাপা ষাঁড়ের মতো একে অন্যের দিকে তেড়ে যাওয়া, মরিনহোর ষড়যন্ত্র-তত্ত্ব...এল ক্লাসিকো এখন মাঠের লড়াই ছাপিয়ে যেন আরও অনেক মসলাদার নাটক!
এই নাটক-লড়াইয়ের মধ্যে আছে খণ্ডযুদ্ধ। যাতে মুখোমুখি রোনালদো আর মেসি। লিগে দুজনই একই বিন্দুতে থেকেই মাঠে নামবেন। দুজনই করেছেন ৪১টি করে গোল। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচটিও রোনালদো-মেসি দুজনই ব্যর্থ। ফলে এই ম্যাচে সেই ব্যর্থতা পুষিয়ে নেওয়ার তাগিদও থাকবে। এ সময়ের এই দুই সেরা তারকার দিকেও তাকিয়ে থাকতে তাই ভুলবেন না! এএফপি।
http://www.prothom-alo.com/detail/date/ … ews/251911