টপিকঃ পড়াশোনা!!!!!!!!!
পড়াশোনা কের যে
গাড়ি ঘোড়ায় চরে সে।
আমি পড়াশোনা করি না
গাড়ি ঘোড়াতো চড়িনা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » পড়াশোনা!!!!!!!!!
পড়াশোনা কের যে
গাড়ি ঘোড়ায় চরে সে।
আমি পড়াশোনা করি না
গাড়ি ঘোড়াতো চড়িনা।
শুভ্র
আমি ইংরেজী মোটেই বুঝিনা। তাই আপনার পোষ্টের হেতু বোধগম্য হইলোনা।
মাসুদ ভাইেয়র ভাষায় বল েল,
শুভ্র ভাইেয়র ছড়ার প েরর লাইন হেব।
write in English, No body it like
গাড়ি চালায় ড্রাইভার -
ঘোড়া চালায় গাড়ওয়ান-
সে ক্ষেত্রে লেখা পড়া করেনা যে
গাড়ি বা ঘোড়া চালায় সে।
আর আমার ভাষায়: এই ফোরামে যোগদেয় যে
বাংলা ভাষায় লিখা শিখবে সে।
আমি প্রথমে বাংলায় লিখতে পারতামনা
তাই
বাংলিশ ভাষায় (নহে বাংলা নহে ইংলিশ) লিখতাম,
এখন কিছুটা বাংলায় লিখতে পারছি-এটি তো এই ফোরামের সাফল্য।
ধন্যবাদ - এই ফোরাম কে।
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » পড়াশোনা!!!!!!!!!
০.০৬৪৭৪৩০৪১৯৯২১৮৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৫.২৬৯৩২৪৫৩৪৫২৭ টি কোয়েরী চলেছে