টপিকঃ গণিত অলিম্পিয়াড
বাংলাদেশে বেশ ক'বছর ধরেই "প্রথম আলো-ডাচবাংলা ব্যাংক"-এর সহযোগিতায় নিয়মিতভাবে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। গত বছর বাংলাদেশ দল "আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড"-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করে বেশ সুনামও কুড়িয়েছে । এটা বেশ আশাব্যাঞ্জক যে এদেশের ছাত্রছাত্রীদের মধ্যে এখন গণিতের প্রতি আগ্রহ জন্মাচ্ছে। এ বছর দেশের যতগুলো ভেন্যুতে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা আয়োজিত হয়েছে প্রত্যেক জায়গাতেই প্রচুর গণিতপ্রিয় শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। অঞ্চলভিত্তিক প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আগামী ১৬-১৭ তারিখ ঢাকায় গণিত উৎসবের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উৎসবে বিজয়ীরা পরবর্তী গণিত অলিম্পিয়াডের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং আমরা আশা করতে পারি তারা গতবারের মতোই সুনাম বয়ে আনবে (হয়তো বা গতবারের তুলনায় আরো ভাল করবে)।
এতক্ষণ ধরে যা বললাম তার পেছনে উদ্দেশ্য একটাই - এ ফোরামে গণিত বিষয়ক আলোচনা শুরু করা। এ ফোরামে "বিজ্ঞান" বিভাগ আছে অথচ সেখানে গণিত বিষয়ক কোন আলোচনা থাকবে না তা কি করে হয়! ইতোমধ্যে ফোরামের সদস্য সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং ধীরে ধীরে সদস্য সংখ্যা আরও বাড়ছে যাদের মধ্যে স্কুল কলেজের অনেক শিক্ষার্থীও আছে। ধরে নেয়া যায় তারা সবাই গণিতের প্রতি কম বেশি আগ্রহী। যেহেতু গণিত মূলত বুদ্ধির চর্চা তাই আশা করি সকলেই নিজ নিজ নিউরনগুলোকে এখানে একটু ঘষা মাজার চেষ্টা করবেন। তাই প্রত্যেকের কাছেই নানা রকম সরল-জটিল গাণিতিক সমস্যা এবং গণিত বিষয়ক বিভিন্ন আলোচনা উত্থাপনের আহ্বান জানাচ্ছি।
শুরুটা গুরুগম্ভীর করে ফেলেছি। একটা মজার ধরণের প্রশ্ন মাথায় আছে। তাই সেটা দিয়েই শুরু করি।:)
*** ধরুন আপনাকে একই আকার, আকৃতি এবং গড়নের নয়টা ধাতব বল দেয়া হল। প্রতিটা বলের ওজন ৫ কেজি। কেবল একটা বল বাকি আটটা বলের চাইতে ১০০ গ্রাম হালকা। আপনাকে একটা দাড়িপাল্লা দেয়া হলো এবং তা কেবলমাত্র দু'বার ব্যবহার করে তুলনামূলক হালকা বলটা বের করতে বলা হল। কি পারবেন বলটা বের করতে?