টপিকঃ ভেবে দেখুন তো !!! অদ্ভুত না !!!
গতকাল সাকিব ভাই শেষ পর্যন্ত মাঠে নামলেন কেকেআরের হয়ে ।
কিন্তু হায় সেখানেও বৈসাম্য । ব্যাটিং করতে নামলেন কখন দেখেছেন ?
যাই হোক একটা রহস্যময় কথা শুনুন ।
সাকিব কাল কত রান করেছিলেন ? ৪ রান ।
আর কতটি উইকেট পেয়েছিলেন ? ২টি ।
কেকেআর কাল কত রানে জিতল বলুন তো ?
তারমানে কি দাঁড়ালো??? অদ্ভুত নয় কি ?