Re: ভূমিকম্প এবং আফটারশক (৮.৬ মাত্রা, সুমাত্রার পশ্চিম উপকূলের কাছে)
এই ৮.৬ মাত্রার একটু পর আবার ৮.২ মাত্রার ভূমিকম্প উৎপন্ন হয়েছে প্রায় একই জায়গায়! কাছাকাছি সময়ের ভূমিকম্পের ম্যাপ দেখে মনে হচ্ছে পুরা টেকটনিক প্লেটটাই নড়েচড়ে উঠেছে। ঐ প্লেটের সবদিকের সীমানাতেই ভূমিকম্প হয়েছে!!
কেন জানি ২০১২ সিনেমার কথা মনে পড়লো।