২১

Re: হায় কর্মজীবণ!

ishtiaque লিখেছেন:
Ahsanullah Tutul লিখেছেন:

আমি মহান সমস্যায় পড়েছি, বাংলায় কিছু লিখার সময় অটো কারেক্ট হয়ে অন্ন জিনিষ হয়ে যায়,

অন্ন মানে হচ্ছে ভাত। অর্থাত আপনি বাংলায় কিছু লিখার সময় অটো কারেক্ট হয়ে ভাত হয়ে যায়।

ভালইতো মাগনা মাগনা ভাত (অন্ন) পাইলে ক্ষতি কি?:P

২২

Re: হায় কর্মজীবণ!

এই সমস্যা এবং এই পোষ্ট আমার আদি যুগের?
আমার ভাতের বা অন্য জাতিয় সব সমস্যার
সমাধান হয়েছে বহুযুগ আগেই।

"We want Justice for Adnan Tasin"

২৩

Re: হায় কর্মজীবণ!

শুনিয়া ধন্য হইয়া যারপরনাই হৃদয়ে খুশবু ছড়িতেছে।

একটি রাত্রি হলো এবং একটি সকাল হলো, প্রথম দিন।

লুবনা আফরিন।

২৪

Re: হায় কর্মজীবণ!

নতুন কিছু লেখুন।

২৫

Re: হায় কর্মজীবণ!

হৃদয়ে খুশবু ছড়ানো ভালো নয়,
এতে আশেপাশের লোকদের নাকে মাক্স পরে বের হতে হবে।
চিকিৎসার জন্য, তাড়াতাড়ি  হৃদয় বিষয়ক ব্যাক্তির পরামশ গ্রহন করুন।

"We want Justice for Adnan Tasin"

২৬

Re: হায় কর্মজীবণ!

Ahsanullah Tutul লিখেছেন:

হৃদয়ে খুশবু ছড়ানো ভালো নয়,
এতে আশেপাশের লোকদের নাকে মাক্স পরে বের হতে হবে।
চিকিৎসার জন্য, তাড়াতাড়ি  হৃদয় বিষয়ক ব্যাক্তির পরামশ গ্রহন করুন।

উত্তম পরামরশ।