টপিকঃ ভূমিকম্প এবং আফটারশক (৮.৬ মাত্রা, সুমাত্রার পশ্চিম উপকূলের কাছে)
দুপুর ২:৪৪ মিনিট এবং ২:৪৭ মিনিটে।
কয়েকদিন পর পর ভূমিকম্পে বেশ চিন্তা হচ্ছে
M8.7 - off the west coast of northern Sumatra 2012-04-11 08:38:38 UTC
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » ভূমিকম্প এবং আফটারশক (৮.৬ মাত্রা, সুমাত্রার পশ্চিম উপকূলের কাছে)
দুপুর ২:৪৪ মিনিট এবং ২:৪৭ মিনিটে।
কয়েকদিন পর পর ভূমিকম্পে বেশ চিন্তা হচ্ছে
M8.7 - off the west coast of northern Sumatra 2012-04-11 08:38:38 UTC
আমি ঠের পাইনি কেনো । নামায পড়তেছিলাম । অন্য আপারা বলল ভুমিকম্প ।
হুম, টের পেলাম। ভালই কাঁপুনি দিয়েছে।
আমার চেয়ার দুলুনি দিসে সবাই নিচে গেছেগা আর আমি কম্পুর সামনে চেয়ারে বইসা দোল খাইসি
চেয়ারে বসে দুলতেছিলাম। চরম ভয় পাইছি।
ঠিক যে সময়ে পাবনাতে ল্যান্ড করলাম তখনই হইছে
আমি একটুও টের পাইনি । ফোরামে ঢুকেই জানতে পারলাম।
আমিও টের পাইনাই।
আমি প্রথমে টের পাই নাই কারণ ঘুমাছিলাম পরে আমার বিছানা এমন ঝাকুনি মারল যে মনে হচ্ছিল আমি বিছানা সহ আকাশে ভাসতিছি।
কয় কি । বাংলাদেশ তো এখন জাপান জাপান মনে হয় । আল্লায় জানে
সুমাত্রা থেকে ভূমিকম্পের ঢেউ ঢাকা আসতে ৬ মিনিট সময় লাগা অস্বাভাবিক নয়। আমি ভূমিকম্প আর অফটার শক দুইটার মধ্যে ৩ মিনিটের মত গ্যাপ দেখে অনুমান করেছিলাম যে এপিসেন্টার কাছাকাছি হওয়ার সম্ভাবনা নাই। কারণ প্রথমে পি-ওয়েভ আর পরের এস-ওয়েভ এ্যাত সময় পর হলে সেটা অনেক দূরত্ব হওয়ার কথা। (https://en.wikipedia.org/wiki/Seismic_wave)
সুনামির আশংকা করতেছি। নিউজ মিডিয়াগুলোতে চোখ রাখেন। আমি এখন অফিসে - তাই সুযোগ নাই।
সুনামি ওয়ার্নিং দেয়া হয়েছে।
http://www.huffingtonpost.com/2012/04/1 … lp00000009
http://mashable.com/2012/04/11/tsunami-indonesia/
কন কি ভাই আমি আরও চট্টগ্রাম সিটিতে থাকি আমার উপ্রে তাইলে আগে আইব সুনামি!! ইয়া আল্লাহ সুনামি থেকে রক্ষা কর।
মতিঝিলে ভুমিকম্প হইছে । কিন্তু ফরিদাবাদ হয়নি (আমার বাসায় কেউ ঠের পায়নি)।
দুপুর ২:৪৪ মিনিট এবং ২:৪৭ মিনিটে।
অফিসে, ভালমতই টের পেলাম !
প্রথম কিসসু করিনি,
দ্বিতীয় বার দুলুনিতে আবিস্কার করলাম অন্য সবার মত ২১ তলা বিল্ডিং থেকে সিড়ি দিয়ে নীচে নামছি। উল্লেখ্য আমার অফিস ১০ তলায়।
এখন চিন্তা করছি আচ্ছা নীচে নেমে কী হতো ?
কিছু হলে বিল্ডিং ই তো আমাদের উপর পড়তো । তারচে উপরের দিকে
মানে ছাদে গেলেই না হয় একটু নিরাপদ .........
আল্লাহ যেভাবে মৃত্যু লিখে রেখেছেন - হবেই,
তাই সবার কাছে দোয়া চাই এবং আমিও করিঃ
এরম প্রাকৃতিক দূর্যোগে কিংবা অপঘাতে যেন মৃত্যু না হয়। আমীন।
আমিও টের পাইনি, তবে গ্রামীণফোনের সব এমপ্লয়ীদের রাস্তায় দেখলাম। সবাই বাইরে। ভিতর একদম খালি। সম্ভবত ভিতরে কিছু ক্ষতিও হয়েছে।
মগবাজারে ছিলাম। ভাল মতই টের পেয়েছি!
বিন্দুমাত্র টের পাইনি !! অবশ্য ও সময়টাতে আমি রিকশাতে ছিলাম।
আমিও টের পাইনি, তবে গ্রামীণফোনের সব এমপ্লয়ীদের রাস্তায় দেখলাম। সবাই বাইরে। ভিতর একদম খালি। সম্ভবত ভিতরে কিছু ক্ষতিও হয়েছে।
গ্রামীণফোনের অফিসের ভিতর ক্ষতি হইছে???
এইসব অফিসের লুক দেইখা তো মনে হয় এম্পায়ার স্টেইট টাইপ বিল্ডিং তাইলে ভিতরে কেমনে ক্ষতি হয়?
এখন আবার ভূমিকপ হইল!!!
কি হইতাছে এইগুলা!! আল্লাহ আমাদের জান মালের হেফাজত কর আল্লাহ।
http://earthquake.usgs.gov/earthquakes/ … usc00090da
প্রজন্ম ফোরাম » বিবিধ » ভূমিকম্প এবং আফটারশক (৮.৬ মাত্রা, সুমাত্রার পশ্চিম উপকূলের কাছে)
০.০৬৩৭৬৭১৯৪৭৪৭৯২৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৪০০০১৬৩৬১৩৮৬ টি কোয়েরী চলেছে