টপিকঃ সফটওয়্যার কোয়ালিটি এসুয়েরেন্স এর ট্রেনিং এর ব্যাপারে তথ্য প্রয়োজন।

এখানে অনেকের ই জানা থাকতে পারে আমাদের দেশের কোন প্রতিষ্ঠান বা কোন সফটওয়্যার ফার্ম "এস কিউ এ" ট্রেনিং দেয় কিনা। তবে ট্রেনিংটা যেন ইফেকটিভ হয়। আর যদি বাংলাদেশ ছাড়া ও অন্য দেশে (মালয়েশিয়া বা সিংগাপুর বা ভারত) এসব দেশে কারো "এসকিউএSSSS" ট্রেনিং সম্পর্কে জানা থাকে তাহলে ও একটু ঠিকানা দিয়ে শেয়ার করলে উপকৃত হব। তবে ট্রেনিং ডিউরেশন যেন ৭ দিনের মধ্যে সীমাবদ্ধ হয়। বা কারো রিলেটিভ থাকলে তাদের কাছে ও একটু খোজ নিয়ে বিষয়টা শেয়ার করলে খুব উপকার হবে।

Re: সফটওয়্যার কোয়ালিটি এসুয়েরেন্স এর ট্রেনিং এর ব্যাপারে তথ্য প্রয়োজন।

Daffodil এর জবস বিডি তে কোয়ালিটি এসুরেন্স নিয়ে একটা কোর্স আছে। ওখানে দেখতে পারেন।
তবে জবস বিডি ভালো লাগেনা।