সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (২৩-০৩-২০১২ ০০:০৬)

টপিকঃ কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

আজকের খেলার পর কারও কিছু বলার থাকতে পারে না। নিজের কথা বলতে গেলে তখনই গড়গড়িয়ে চোখের পানি পড়েছে। এখনও কিছুক্ষণ পর পর মুছতে হচ্ছে। তবে এটি পরাজয় নয়। এটি জয়ের সূচণা। সামনে অনেক কিছুই আছে আমাদের জন্য।

শাহাদাত এবং নাজিম উদ্দিন এর একটু খারাপ স্পোর্টিং আমাদের ম্যাচটি হারিয়ে দিল। sad কিছু বলার অবশ্য নেই। তবে দু:খিত না হয়ে এবার পালা সামনে এগিয়ে যাওয়ার।

সবাই একযোগে বলছে পুরো বিশ্বে ‘Pakistan won the cup. But Bangladesh won the heart of cricket lovers.'

এমনকি অবাক হয়ে তাকিয়ে দেখছি প্রতিটি পাকিস্তানী ফেসবুক পেজ, টুইটার পেজ এবং ফোরামগুলোতে পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশকে কিভাবে প্রশংসা করছে।

একই কথা ইন্ডিয়ার বেলায়ও! ইন্ডিয়ার প্রতিটি মানুষের টুইট, ইন্ডিয়ান পেজ এমনকি ফোরাম এবং সাইটগুলোতেও সবাই একযোগে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। সবার মুখে কথা একটাই
’পাকিস্তান কাপ জিতলেও বাংলাদেশ জিতে নিয়েছে সবার হৃদয়’

ধন্যবাদ পুরো বাংলাদেশ টিমকে অসাধারণ একটি সিরিজ উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ তামিম, সাকিব, মাশরাফি, নাসির, রাজ্জাক, নাজমুল, মাহমুদুল্লাহ কে...তাদের জন্যই এই পর্যন্ত আমরা আসতে পেরেছি।

তবে নাজিমউদ্দিন এবং শাহাদাত কে মাফ করতে পারব বলে মনে হয় না। sad

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

কষ্টপাইছি

সর্বশেষ সম্পাদনা করেছেন শুভবিডি (২৩-০৩-২০১২ ০১:০০)

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

ভাই আপনারা কেউ কি বলেতে পারেন বাংলাদেশের খেলা আবার কবে ? আমি শুধু সেই প্রতীক্ষায় থাকবো । সাবাস সাবাস  সাবাস  সাবাস  সাবাস  সাবাস   clap clap clap আমার বাংলা

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

সিলেক্টর,মুশফিক এরাই আমার চোখে বড় দোষী.
অন্যদের কথায় যাচ্ছিনা.

বিস্তারিত ব্যাখ্যায় গেলে অনেক লিখতে হবে তাই লিখলাম না.

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

নাই

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

১০

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

গতকালও বলেছি আজও বলছি, গতকাল বাংলাদেশ হারাতে যতটা কষ্ট পেয়েছি ততটা কষ্ট আর কোনদিনই পাইনি। তার কারণ আমাদের প্রত্যাশা ছিল আকাশচুম্বি। পর পর ইন্ডিয়া শ্রীলংকাকে হারানোর পর আমরা ধরেই নিয়েছিলাম চ্যাম্পিয়ন হবোই।

হেরেছি কষ্ট পেয়েছি কিন্ত লজ্জা পা্‌ইনি। এ হার লজ্জা জনক হার নয় বরং গর্ব করার মত হার। প্রতিটা বল উপভোগ করেছি, আমাদের ছেলেরা শেষ বল পর্যন্ত চমতকার ভাবে লড়ে গেছে।

১১

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

পাকিস্তান জিতলেও নি:সন্দেহে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে নিজেদের পোক্ত অবস্থান তৈরি করে নিয়েছে এশিয়া কাপের ফাইনালিস্ট হিসাবে। অভিনন্দন রইল।

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১২

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন ciai (২৩-০৩-২০১২ ১৬:২১)

Re: কাপ জিতেছে পাকিস্তান, হৃদয় জিতেছি আমরা!

আমার মনে হয় এই হারা আমাদের জন্য নয় ...আমরা এই হারা থেকে ভিবষ্যতে জয় করারও অনুপেরনা পাব এবং ভবিষ্যতে এই রকম হাই ভোল্টেজ ম্যাচে কিভাবে আরও নিজেদের মাথাকে ঠান্ডা রেখে জয় ছিনিয়ে আনা যায় সেই চেষ্টাই করবে আমাদের খেলয়াররা ।

যে ম্যাচের শেষ বলে জয় পরাজয় নির্ধারিত হয় সেই ম্যাচে বাংলাদেশ হেরেছে তা আমি অন্তত মনে করিনা ।