টপিকঃ কারসাজি
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা খেলা চলছে। যে খেলায় জুড়ে আছে ভারতের জীবন মরণের প্রশ্ন। সেই খেলায় কি এমন হল যে ঢাকার অধিকাংশ এলাকায় এবং বাংলা দেশের কোন প্রান্তে বর্ষা হয় নি। শুধু হল মিরপুরে। বিশ্লেষকদের ধারণা ভারতের কত্রিম মেঘ এর জন্য দায়ী। আবার দেখুন, ওভার কমাল ১০ টা আর রান কমাল ২০। এখানেও কি ওরকম কিছু হয়েছে? ফেসবুকের একটা পেজে দেখলাম লিখেছে: ICC=Indian Cricket Chamcha. আপনারা কি বলেন।