টপিকঃ (সমাধানকৃত) ফায়ার্কোফক্স দিয়ে কোন বাংলা ফোরামেই বাংলা দেখতে পারছি না
সকালে ইউনিকোড ফন্ট ইন্সটল করে পিসি রিস্টার্ট দিলাম। আর এখন ফায়ারফক্সে বাংলা এমন দেখায়। পাশাপরি উবুন্টু ১১.১০ তেও বাংলা এমন দেখায়
কি করি? মাথা যেন কাজ করতেছে না।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » (সমাধানকৃত) ফায়ার্কোফক্স দিয়ে কোন বাংলা ফোরামেই বাংলা দেখতে পারছি না
সকালে ইউনিকোড ফন্ট ইন্সটল করে পিসি রিস্টার্ট দিলাম। আর এখন ফায়ারফক্সে বাংলা এমন দেখায়। পাশাপরি উবুন্টু ১১.১০ তেও বাংলা এমন দেখায়
কি করি? মাথা যেন কাজ করতেছে না।
আমার উবুন্টুর সেটিংস মিলাইয়া দেখবার পারেন কম হই কিনা । সোলায়মান লিপি ফন্ট ইনস্টল করা লাগব ।
ভাই, প্রথম image টা এমন যে আমি ভেবেছিলাম আমার পিসিও নস্ট হয়ে গেছে।
আমার উবুন্টুর সেটিংস মিলাইয়া দেখবার পারেন কম হই কিনা । সোলায়মান লিপি ফন্ট ইনস্টল করা লাগব ।
না কাজ হয় না।
মজিলা সাক্স!
এনিওয়ে, আপডেট করার পর এমন হচ্ছে ?
ফন্ট Unicode UTF-8 সেট করা কিনা চেক করে দেখুন।
আর ফন্ট সাইজ ঠিক আছে কিনা সেটাও দেখুন। ফন্ট তো সেরিফ থাকে বাংলার জন্য।
আর কিছুই না হলে ফুল আনইনস্টল করে (কাস্টমাইজেশনস সহ) নতুন করে ইনস্টল করুন।
সব করছি, কাজ হয় না। ফন্টে কোন গরবর করছি আমি। বুঝতে পারতেছি না।
মজিলা সাক্স!
ভাই মজিলা ফায়ারফক্স সাক্স না বরং উবুন্টু সাক্স।
আমার ডিস্ট্রোতেতো কোন আলাদা ফন্ট ছাড়াই সুন্দর বাংলা দেখি।
উবুন্টু সাক্স।
ঠিক বিশ্বাস হইলো না। আমি ২০০৮ থেকে উবুন্টু ইউজ করি। একমাত্র ইউনিটি আর সফটয়্যার সেন্টার বাদে কোন কিছুই সাক্স বলে মনে হয় নাই।
ভাই মজিলা ফায়ারফক্স সাক্স না বরং উবুন্টু সাক্স।
আমার ডিস্ট্রোতেতো কোন আলাদা ফন্ট ছাড়াই সুন্দর বাংলা দেখি।
না ঝগড়া করমু না। আমি উবুন্টু দিয়াই লিখতেছি। খালি নিজের ভুলের জন্য ফোরামগুলা দেখা যায় না। বাকি সব সাইটে বাংলা ঝকঝকা। খালি একটা কথা বলেন আপনি কোন ডিস্ট্রো চালান? আমি একটু দেখি। লিনাক্স বলে কথা। চাখতে ইচ্ছা করে।
খালি একটা কথা বলেন আপনি কোন ডিস্ট্রো চালান? আমি একটু দেখি। লিনাক্স বলে কথা। চাখতে ইচ্ছা করে।
![]()
ঠিক হয়ে গেছে। ফন্ট যা যা ইন্সটল দিছিলাম সব মুইছা দিলাম। সব ঠিক।
আমি দোয়া করলাম বলেই না এতো তাড়াতাড়ি সমাধান হলো!
আমি দোয়া করলাম বলেই না এতো তাড়াতাড়ি সমাধান হলো!
ধন্যবাদ।
টপিকদাতার অনুরোধের ভিত্তিতে টপিকটি বন্ধ করা হলো।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » (সমাধানকৃত) ফায়ার্কোফক্স দিয়ে কোন বাংলা ফোরামেই বাংলা দেখতে পারছি না
০.০৫৮০৮৩০৫৭৪০৩৫৬৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৪৫০৪৩৭৭৮৩৭৪৩ টি কোয়েরী চলেছে