টপিকঃ বিজয় একাত্তরে আসলেই ভাইরাস আছে?
বিজ্ঞানমনষ্ক অর্থ এই নয় যে, বিজ্ঞান যা বলবে তা বিশ্বাস করা। বরং, পরীক্ষা-নিরীক্ষা, যুক্তিতর্কের সমন্বয়েই বিজ্ঞান। কাল-পরশু দেখলাম বাংলা কমিউনিটিতে বিজয়ে ভাইরাস নিয়ে হইচই পড়ে গেছে। আমিও শুরুতে তো লাফিয়ে উঠেছিলাম, কিন্তু ওদের পোস্টটা পড়ার পর থেকে কিছু জায়গায় আমার সন্দেহ জাগে, "আসলেই কি ভাইরাস আছে?"
এইটা জানার জন্য আমি আমার পিসিতে উইন্ডোজ ৭ ইন্সটল করে নিই। (বলা বাহুল্য আমি কেবলমাত্র বুন্টু আর স্যুসে চালাইতাম) কাগুর সাইট থেকে ওদের বিজয় একুশেটা ডাউনলোড করি। একটি RAR Archive ডাউনলোড হয় যার নাম BijoyEkattorWin.rar। এটিকে এক্সট্রাক্ট করি। ফলে নতুন একটি ফোল্ডার হাজির হয়, যার নাম BijoyEkattorWin। তার ভেতর দুইটি ফাইল ও দুইটি ফোল্ডার দেখতে পাই। DotNetFX হল মাইক্রোসফট ডটনেট ফ্রেমওয়ার্কের ইন্সটলার। BijoyEkattor.msi হল বিজয়ের মূল ইন্সটলার। এই ফাইলের মধ্যে বিজয়ের ফন্ট, লেআউট ইত্যাদি সবকিছু আছে।
এবার বিজয়ের ইন্সটলারকে ওই ব্লগ পোস্ট মোতাবেক uniextract দিয়ে এক্সট্রাক্ট করি। এর ফলে একটি নতুন ফোল্ডার তৈরি হয় এবং তার ভেতরের জিনিসপত্র এরকমঃ
Fonts Folder:
Icons:
Layouts:
User's Application Data Folder >Microsoft > Word > STARTUP:
Windows Folder:
Windows > BijoyUt
Windows > BijoyUt1
Windows > BijoyUt2
এই গেল সব ফোল্ডার আর সাব-ফোল্ডার। এবার মূল ফোল্ডারের দিকে তাকাই। এখানে প্রায় সবই ইমেজ আর আইকন ফাইল। এখানে একটা exe ফাইল আছে, যেটা হল BijoyEkattor.exe। এটিকে আমি VirusTotal এ আপলোড করলাম, ফলাফল হল এই: https://www.virustotal.com/file/2e2c006 … 330666174/
এবার সিদ্ধান্ত আপনার, কোনটা সঠিক।