টপিকঃ বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস কেড়ে নিয়ে তা আফগানিস্তানকে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে পাকিস্তানী ক্রিকেটার ইউনুস খান। পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পর পাকিস্তানের জিও টিভিতে ইন্টারভিউতে এই এই কুলান্গারটা বলেছে ।
ঘু সারা জনম ঘু -ই থাকে!! পাকিস্তাণের একঘরে হয়ে যাওয়া খেলোয়াড়রা বিপিএলে খেলার সুযোগ পাচ্ছে। অন্য সব দেশ জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মাটিতে খেলা থেকে বিরত থাকলেও, আমরা নিজের খেলোয়াড়দের জীবন বিপন্ন করে পাকিস্তানের মাঠে খেলতে পাঠাচ্ছি।

অথচ সেই তারাই কিনা আবার প্রশ্ন করতে এসেছে আমাদের টেস্ট স্ট্যাটাস নিয়ে। বেইমান জাত। থু থু !

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

দুঃখিত বলার জন্য। আসলে কথাটা শুনে মাথাটা ঠিক ছিল না ।

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

বাংলাদেশ বিশেষ করে এতোদিন ক্রিকেটের সাথে থেকেও যে পারফরর্মেন্স দেখায়........তাতে আমার কাছেও আমাদের টেষ্ট ষ্টাটাসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন জাগে। আমার দেশ.....আমি গালি দিতেই পারি........
কিন্তু ওই ইউনিস খানের মতো ২টাকার প্লেয়াররা কোন সাহসে একাথা বলে, যেখানে ওদের ক্রিকেট বোর্ডের চেয়্যারম্যান এসে আমাদের পা ধরে আমাদের সাথে ওদের মাটিতে খেলার আব্দার করে........।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (১৪-০২-২০১২ ২৩:২৭)

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

ইউনুস খানকে মিতভাষী বলেই জানতাম। কিন্তু ............. তিনি এ কথা বললেন কেন? আফগানিস্তানের ক্রিকেটে কতটা উন্নতি হয়েছে জানিনা। এছাড়া যতদুর জানি, তাদের অনেক খেলোয়াড়ই অন্যদেশীয় বংশোদ্ভূত। এনিওয়ে, যোগ্য হলে তাদের জন্য টেস্ট স্ট্যাটাসের আনুষ্ঠানিক/অনানুষ্ঠানিক সুপারিশ যে কেউ করতেই পারেন। কিন্তু সাথে আরেক দেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার জন্য আবদার জানানো কেন?

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

1971 সালের রাজাকারেরা সারাজীবন রাজাকার+বেঈমানই থাকবে, হউক সে সাঈদীর মতো বিখ্যাত মাওলানা কিংবা ইউনুস খানের মতো নামি ক্রিকেটার..........

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

রেগে লাভ নাই.
যা পারফরম্যান্স তাতে এমন কটু কথা যে খুব একটা শুনতে হয়না তাই বেশি.
আর আফগানিস্তানের প্লেয়ারদের যা পারফরম্যান্স তাতে নেক্সট টেস্ট প্লেয়িং নেশন হিসেবে তাদেরকেই দেখতে পাচ্ছি. thumbs_up

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

ইউনুস খান এই কথা বলছে আপনে কেমনে জানলেন? সূত্র দেন ভাই।

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

@ আপন, ইউনুস খান কবে কোথায় কোন প্রেক্ষাপটে এমন কথা বললো তা সুত্রসহ জানান ।

১০

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন Apon92 (১৫-০২-২০১২ ১২:১৪)

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

১২

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

আমি যতটুকু জানি ভুলও হতে পারে। এই পাকিস্তানই কিন্ত বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস আর টেষ্ট স্ট্যাটাস পেতে কার্যকর ভুমিকা রেখেছিলো। এখন ইউনুস খান হয়তো জাতিগত কারণে আবেগের বশবর্তী হয়ে কটু কথা বলে ফেলেছে। তবে সার্বিকভাবে আমাদের ক্রিকেটের জন্য পাকিস্তান বরাবরই সাহায্য করেছে।

১৪

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

জাতীয় দৈনিকগুলো ঘাটাঘাটি করে এ নিয়ে কিছু পেলাম না।  sad
বিশেষ করে ক্রিকইনফোতে অবশ্যই এটা নিয়ে রিপোর্ট হতো।

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

১৫

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

বাংলাদেশ কে টেস্ট স্ট্যটাস দিতে মনে হয় ভারতের ভূমিকা বেশি ছিল  ... পাকিস্থানের ভূমিকা টা ছিল কিছুটা ভিন্ন ... ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে হেরে বাংলাদেশ কে স্ট্যাটাস ছিনিয়ে নিতে সাহায্য করতে ।

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৬

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

১৭

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

পাকি গাধার বাচ্চা ইউনূসও শেবাগ ছাগলের পথ ধরেছে। সবগুলারে ঝেটিয়ে ভূত নামাতে হবে। hairpull

১৮

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন ZOOM (১৬-০২-২০১২ ১৭:৪৪)

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

রোযা প্রতেক নর নারির উপর ফরয,তাই আসুন আমরা ফরয আদায় করি।

২০

Re: বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান

এটা কখনি মানা যায় না। তবে জবাবটা ম্যাচের ১১ তারিখে বলবো। একটু অপেক্ষা করেন।