টপিকঃ বাংলা ই-বুকঃ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট আ্যন্ড সাবভার্স
প্লাগিন হচ্ছে একটি প্রোগ্রাম/পিএইচপি স্ক্রিপ্ট, যা দিয়ে ওয়ার্ডপ্রেস ব্লগে বা সাইটে সুনির্দিষ্ট কোন সংকলন যোগ করা হয়। ব্লগে/সাইটে কারো প্রবেশ করা থেকে শুরু করে প্রতিটি লেখাকে নানা ভাবে প্রদর্শন করানো ইত্যাদি নানা কাজ করা যায়। এই প্লাগিনগুলো এমন ভাবে বানানো হয় যাতে ওয়ার্ডপ্রেস সাইটের সাথে ঠিকমত ইন্টারগ্রেট করা যায়।
একটি ওয়ার্ডপ্রেস প্লাগইনে শুধুমাত্র একটি পিএইচপি ফাইল থাকে তা নয়,এর সাথে আরো থাকতে পারে যেমন
পিএইচপি, সিএসএস, JS এবং একসঙ্গে ব্যবহার করার জন্যে কিছু ইমেজ ও লাগবে।
প্লাগিনের কাজগুলো আপনার থীমসের ফাংশন ডট পিএইচপি ফাইলেও কোড লিখে করা সম্ভব,কিন্তু সবাই তা সঠিক ভাবে করতে পারে না এবং এটা করাও কিছুটা বিরক্তিকর ।তাই প্লাগিন ইউজ করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
ওয়ার্ডপ্রেস প্লাগিন দিয়ে আপনার সাইটের উইজেট কিংবা আপনার সাইটের লেখা ২টাই নান্দনিক করতে পারেন কিংবা একটি সাইটকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলী করতে প্লাগিন খুবই গুরুত্বপূর্ণ।প্লাগিন ইন্টিগ্রেশন করে সাইটের পোস্ট বা আপনার সাইটের সামগ্রী এম্বেডিং এবং সর্টকোড,ইত্যাদি অন্তর্ভুক্ত করতে পারেন।
একনজরে :
ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস প্লাগিন সম্পর্কে জানা
একটি প্লাগিন স্ট্রাকচার
ওয়ার্ডপ্রেস প্লাগিনের মেইন প্রোগ্রামিং
২টি কমপ্লিট প্লাগিন উদাহরন
কমপ্লিট সাবভার্সন
একটি আলোচিত ব্লগ টিউন
বইটি নিচের লিংক হতে ডাউনলোড করে নিন।
http://bdweblab.com/bn/download.php?view.1