টপিকঃ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
_________
_________________________ "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
_________________________ আমি কি ভুলিতে পারি! "
আমরা ভুলি নি! আমরা ভুলতে পারি না! আমরা ভুলব না!
যাদের রক্তের বিনিময়ে আজ সমধুরতম 'বাংলা'কে আমরা আমাদের মাতৃভাষা হিসেবে পেয়েছি, অর্জন করেছি মায়ের ভাষায় কথা বলার অধিকার, যাদের আত্মত্যাগে '২১শে ফেব্রুয়ারী' মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে, তাদের প্রতি জানাই অকুণ্ঠ শ্রদ্ধা, নিখাঁদ ভালোবাসা আর অফুরন্ত কৃতজ্ঞতা।
আসুন আমরা সবাই মাতৃভাষা দিবসের চেতনায় উজ্জ্বীবিত হই, নির্ভীক ও উদ্যমী হই; তবে তা যেন শুধু আজকের দিন বা ফেব্রুয়ারি মাসে না হয়, আমাদের চেতনায় থাকে পুরো বছর জুড়ে!
বাংলায় চীৎকার করে বারে বারে বলি, ভাষাকে ভালবাসি, দেশকে ভালবাসি।