হুমম। বেশ ভালো। আপনার পড়াশোনা করার আগ্রহ, জানবার স্পৃহা এবং কর্মতৎপরতা দেখে সত্যিই খুব আনন্দিত হলাম।
tahsin549 লিখেছেন:ভাইয়া আমি মোটামুটি সবই বুজলাম কিন্তু ড্রাইভ পার্টিশনটা বুজলাম না,এইটা কি না করলেও চলে? যেমন আমি সরাসরি ডি ড্রাইভ (110GB) এ ইন্সটল করতে পারব না ?
ড্রাইভ পার্টিশনটা করতেই হবে। সরাসরি আপনার উইন্ডোজের কোন ড্রাইভে ইন্সটল করা যাবে না। কারন লিনাক্সে ব্যবহৃত হয় ext3/4 ফাইল সিস্টেম এবং উইন্ডোজে ব্যবহৃত হয় FAT/NTFS ফাইল সিস্টেম।
যাই হোক এই কাজের জন্য আপনি আপনার সবচাইতে বেশী খালি জায়গা পাচ্ছেন এমন একটি পার্টিশনকে (সি/ডি/ই ... ইত্যাদি) বেছে নিন। কতটুকু জায়গা ফাইলের দখলে আছে আর কতটুকু ফাঁকা আছে সেটা উইন্ডোজ বা খিড়কী'র ভেতরে বসেই দেখে নিন। এবং সম্ভব হলে খিড়কী'র পার্টিশন ম্যানেজার ব্যবহার করেই আপনার প্রয়োজন মেটাতে আরেকটি নতুন ফাঁকা পার্টিশন তৈরি করে নিন।
যদি এ বিষয়ে আরো বিশদ সহযোগীতার প্রয়োজনবোধ করেন তো আমাদের ফাউন্ডেশন থেকে ইন্সটল চলাকালীন ফোনইন সাপোর্ট নিন।
আমি বর্তমানে দেশের বাইরে রয়েছি চিকিৎসার জন্যে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে গো.বা. মাধ্যমে মুঠোফোন নম্বর দিতে অথবা নিতে পারেন। ধন্যবাদ।
মহাসচিব,
এফওএসএস বাংলাদেশ। সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ। ব্যক্তিগত ব্লগঃ
রিং-দ্য ডন 'র ব্লগ