টপিকঃ দেশি ক্রিকেটার নয় বিদেশি ক্রিকেটাররাই বিপিএলের চালকের আসনে রয়েছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম দিনের খেলা শেষ হয়েছে। আর পাঁচ দিনে অনুষ্ঠিত হয়েছে ১০টি ম্যাচ। এই সম্পন্ন হওয়া ম্যাচগুলোতে এসেছে ২টি মাত্র সেঞ্চুরি আর ১৪টি ফিফটি। যার মধ্যে ১২টিই এসেছে বিদেশিদের কাছ থেকে। বাকি দুটি হাফ সেঞ্চুরি করেছেন দুই দেশী ক্রিকেটার সিলেটের কাপালি এবং রাজশাহীর মিজানুর রহমান। এ থেকেই বুঝা যাচ্ছে দেশি ক্রিকেটার নয় বিদেশি ক্রিকেটাররাই বিপিএলের চালকের আসনে রয়েছেন।