Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?
এই অনুষ্ঠানটা তো দেখি নাই তাই বলতে পারছিনা কেমন। তবে এর একটা খেলাও দেখবো না এটা নিচিত।
৪৩ ১১-০২-২০১২ ১৬:২৭ সর্বশেষ সম্পাদনা করেছেন হৃদয় (১১-০২-২০১২ ১৬:৩৩)
Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?
Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?
ফেসবুক থেকে ভার্সিটির এক বড় ভাই এর পোস্ট শেয়ার করছি,
''বাঙ্গালিকে শুধু মাত্র সংস্কৃতি দিয়ে বুঝলে চলবে না, একে জীনগত বৈশিষ্ট্য দিয়েও বুঝতে হবে। বেশি পিছনে না যাই। ব্রিটিশ আমলে বাঙ্গালি পাছায় পুলিশের বাড়ি খাওয়ার উপর ছিল। পাকিস্তান আমলে সামরিক শাসকদের বাড়ি খাওয়ার উপর ছিল বাঙ্গালি। স্বাধীন বাংলাদেশে জিয়া, এরশাদ ও সর্বশেষ মইন উ আহমেদের বাড়ি পড়েছে বাঙ্গালির পাছায়। গনতন্ত্র গনতন্ত্র বলে চিল্লাইছে কিছু পশ্চিমা সমাজ, কিছু সুশীল, গনতন্ত্রের মুনাফা ভোগী রাজনৈতিক ব্যক্তি ও সিন্ডিকেটের স্বপ্নে বিভোর কিছু বাঙ্গালি ব্যবসায়ীরা। ইতিহাস বলে সেই বাড়ি খেয়ে বাঙ্গালি ভালোই ছিল। পাছায় বাড়ি পড়লে বাঙ্গালি ভালো থাকে।
আপামর বাঙ্গালি যদি পাছায় বাড়ি খাওয়া উপভোগ না করতো তবে আজ এই বাংলায় BPL এর নামে ভাষার মাসে লেংটা নৃত্য দেখতে হতো না। ফেলানির মৃত্যুকে বৃথা হতে দেওয়া হতো না। পাছায় বাড়ি না পড়ার কারনে বাঙ্গালি আজ দিশেহারা।"
Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?
হা হা। আমার দাদীও এমনই একটা কথা বলতো:
"হয় বাঙ্গালী ঠান্ডা,
খাইলে আইয়ুবের ডান্ডা"