টপিকঃ স্প্যামিং এর জন্য সদস্য alegend কে নিষিদ্ধ করা হল।
বেশি কথা খরচের দরকার নাই। ওনার করা টপিকের লিস্ট দেখুন সব ফকফকা হয়ে যাবে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » স্প্যামিং এর জন্য সদস্য alegend কে নিষিদ্ধ করা হল।
বেশি কথা খরচের দরকার নাই। ওনার করা টপিকের লিস্ট দেখুন সব ফকফকা হয়ে যাবে।
সময়োপযোগী সিদ্ধান্ত।
মডারেশন বোর্ডকে ধন্যবাদ।আমার মতে যারা এসব ভুয়া সাইট নিয়া এত কাউ কাউ করে এদের জন্য একটা ফোরাম করা উচিত।কি বলেন আপনারা!!!
টাকা পয়সা ইনকামের একটা রাস্তা নিয়া আইছিলো , আহা বেচারা
কিচ্ছু বুঝবার পারলাম না। হঠাৎ দেখি আমি নিষিদ্ধ। আমি নাকি স্প্যামিং করলাম। পুরা মাথা আউলা।
পরে নেট ক্লোজ করে ক্রোম থেকে ঢুকে দেখি না আছি। (আল্লাহ বাঁচাইছে।) তারপর মজিলা পুরা ক্লোজ কইরা হিসটুরি ঝাইরা-মুইছা দেখি যে না আছি। আমার জানটা ফেরত পাইলাম আহ্। আমার এমন সাঁধের নিকখানা ফেমাস হওনের পূর্বেই ইন্তেকাল ফর্মাইতে লইছিল। কিন্তু ঘটনা কি।
আরেকটা আজিব ব্যাপার দেখলাম। আমি বেশ কিছু দিন পরে ফোরামে লগইন করছি। প্রায় ১৫ পৃষ্ঠা নতুন পোস্ট হইছিল। এখন সব মুছে-টুছে দেওয়ার পর আর কিচ্ছু খুজে পাই না। চলতি টপিকে দুই পাতা, আর নতুন টপিকে সব আজকের জিনিস। আরেকটা আছে উত্তর না দেওয়া টপিক। এইটার কি দরকার? আমার না পড়া টপিক, পোস্ট - এইগুলা কেমনে খুজে পামু। এরকম একটা লিস্টের লিংক থাকলে ভালো হতো না?
সরি, ভুল পোস্ট সমস্যাটা কয়া ফেলাইলাম মনে হয়। আসলে আমার আজকের ভূতুড়ে এক্সপেরিয়েন্সের সাথে লিংক পেয়ে হড়বড়িয়ে বলে ফেললাম। যেমন ডড়াইছি। এখন হাত পা ঠান্ডা হইয়া আছে। বুকের কাঁপুন ধইরা গেছে গা।
ভাল সিদ্ধান্ত। যারা যারা স্প্যামিং করার পায়তারা করছেন, তারা সাবধান হয়ে যান।
ভাল সিদ্ধান্ত।
দারুন সিদ্ধান্ত , স্প্যামিং ভালা পাই না
.
বেঁচারার জন্য দুঃখ হচ্ছে।
খাইছে একই পোস্ট কয় যায়গায় দিছে।
গুড ডিসিশন! ধন্যবাদ।
দিলাম মাইনাস
ওরে পোস্ট! খাইছে আমারে.
গুড ডিসিশান!
ভালো করছেন....ফোরামে এগুলো ইদানিং বেশী দেখা যাচ্ছে....তবে টিটি তে এগুলো প্রতি সেকেন্ডে কয়টা পোস্ট হয় আল্লাই জানে
এনার চরম ধইয...
পুরুস্কারের দক্কার
ওর পোস্ট গুলো দেখে মনে হলো, মানুষেরকমনসেম্স কি এতই কম ?
দিলাম মাইনাস
ব্যান খাওয়া পাবলিককে মাইনাস দিয়া কি লাভ
ব্যান খাওয়া পাবলিককে মাইনাস দিয়া কি লাভ
মরাতালা ভাই মাইনাস দিয়া মজা পায়
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » স্প্যামিং এর জন্য সদস্য alegend কে নিষিদ্ধ করা হল।
০.০৯৩৯৩১৯১৩৩৭৫৮৫৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৭১০১৫৬৪৪৯৯৬৩ টি কোয়েরী চলেছে