Re: প্রজন্ম ফোরামের ২০১১ সালের বিজয়ীরা
তবে এই মাত্র আরেকটি আইডিয়া আসল মাথায়। একটা আর্কাইব পেজ করা যেতে পারে।
আইডিয়া ভাল হেল্প করতে ইচ্ছুক। ডাইনামিক পেজে কাজ করার সাহস পাচ্ছি না। তবে ছোটখাট কাজ এগিয়ে দিতে পারবো।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের ২০১১ সালের বিজয়ীরা
তবে এই মাত্র আরেকটি আইডিয়া আসল মাথায়। একটা আর্কাইব পেজ করা যেতে পারে।
আইডিয়া ভাল হেল্প করতে ইচ্ছুক। ডাইনামিক পেজে কাজ করার সাহস পাচ্ছি না। তবে ছোটখাট কাজ এগিয়ে দিতে পারবো।
তবে এই মাত্র আরেকটি আইডিয়া আসল মাথায়। একটা আর্কাইব পেজ করা যেতে পারে। যেখানে বছর হিসেবে বিজয়ীদের নাম থাকতে পারে। এবং যে কোন সদস্যের প্রোফাইলে গেলেও যেন জানা যায় তিনি কবে কোন কোন পুরষ্কার পেয়েছেন।
চমতকার আইডিয়া ! দারুন হবে ব্যাপারটা।
সবাইকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন।
সেরা ব্লগার মনোনয়নের জন্য ধন্যবাদ।
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ।
সবাইকে শুভেচ্ছা, তবে পুরষ্কার কবে দেওয়া হইবেক?
সবাইকে শুভেচ্ছা, তবে পুরষ্কার কবে দেওয়া হইবেক?
কি পুরষ্কার?
বিজয়ীদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
সকল বিজেতাদের জন্য আন্তরিক অভিনন্দন!
অভিনন্দন বিজয়ীদের।
অভিনন্দন দিলাম এতদিন পর
অভিনন্দন দিলাম এতদিন পর
সমস্যা নাই আগামী বছরের ফলাফলের আগ পর্যন্ত অভিনন্দিত হতেই থাকবেন উনারা।
ছোট মহাপুরুষ লিখেছেন:অভিনন্দন দিলাম এতদিন পর
সমস্যা নাই আগামী বছরের ফলাফলের আগ পর্যন্ত অভিনন্দিত হতেই থাকবেন উনারা।
যাক দিয়া ভালই হইচে তাইলে ,
সমস্যা নাই আগামী বছরের ফলাফলের আগ পর্যন্ত অভিনন্দিত হতেই থাকবেন উনারা।
হইয়া রইলাম
সবাইকে অনেক অনেক অভিনন্দন
প্রজন্ম ফোরামের ২০১২ সালের নির্বাচন কবে থেকে শুরু হবে ?
প্রজন্ম ফোরামের ২০১২ সালের নির্বাচন কবে থেকে শুরু হবে ?
এই মাসেই তো শুরু হওয়ার কথা
আজও ২০১১ সালের মিটাপ হইলও না।
প্রজন্ম ফোরামের ২০১২ সালের নির্বাচন কবে থেকে শুরু হবে ?
এই মাসেই তো শুরু হওয়ার কথা
আদৌ হবে কিনা আমি সে ব্যাপারে সন্দিহান।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের ২০১১ সালের বিজয়ীরা
০.০৮৩৮৭৫৮৯৪৫৪৬৫০৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৩৬২৩৬৬১৫৫৮৬৭ টি কোয়েরী চলেছে