টপিকঃ চালু হল বাংলা ফোরাম

ইন্টারনেটে ফোরাম অত্যন্ত পুরানো বিষয় হলেও বাংলায় পূর্ণাঙ্গ ফোরাম একেবারেই অপ্রতুল। আমরা যতই ইংরেজি ভাষা প্রতি আগ্রহী হই না কেন মনের একান্ত কথাগুলো প্রকাশের ক্ষেত্রে বাংলার মত আর কোন ভাষাই আমাদেরকে পূর্ণ তৃপ্তি দেয়া না। কারণ এটিই আমাদের মাতৃভাষা। জন্মের পর থেকে অ আ ক খ অক্ষরের মাঝেই আমরা বড় হয়েছি, হয়েছে আমাদের বেড়ে ওঠা। তাই এ ভাষাই আমাদের সবচেয়ে কাছের। ঠিক ততটাই, যতটা কাছের আমাদের মা।

তাই বলে আমরা বলতে চাইছি না যে ইংরেজিকে ফেলে দিতে। বর্তমান বিশ্বে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। কিন্তু আমাদের নিজ ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার দ্বায়িত্ব তো আমাদেরই।

তাই আসুন আমরা বাংলায় আমাদেরকে মেলে ধরি।

এই ফোরামে অংশগ্রহন সম্পূর্ণ ফ্রি। এবং ডোমেইন ও হোস্টিংসহ খরচসমূহ গুগল কর্তৃক প্রাপ্ত বিজ্ঞাপন মূল্য থেকে সংগ্রহ করা হবে।

আসুন নিজেকে মেলে ধরি নিজ ভাষায়, সুপ্রতিষ্ঠিত করি নিজ ভাষাকে।

শুভ কামনা সবার জন্য big_smile

Re: চালু হল বাংলা ফোরাম

অতি উত্তম উদ্যোগ। big_smile

- আসিফ

Re: চালু হল বাংলা ফোরাম

আসলেই ভালো উদ্যোগ। অভিনন্দনযোগ্য।

Re: চালু হল বাংলা ফোরাম

এধরনের উদ্যোগের জন্য এডমিনকে ধন্যবাদ দিয়ে খাটো করতেই হচ্ছে.....

অভিনন্দনসহ-

=a=

Re: চালু হল বাংলা ফোরাম

অতি ভালো উদ্যোগ।

Re: চালু হল বাংলা ফোরাম

Heartiest congrats... Wish i cud write in Bengali...