টপিকঃ লিনাক্স মিন্টের সিডি রাইট করলাম বাট..................................।
আসসালামু আলাইকুম,
নেট থেকে লিনাক্স মিন্ট 9 kde-dvd-i386.iso ভার্সনটা নামালাম। তারপর নিরো দিয়ে রাইট করলাম। ভাবলাম জানালার সাথে লিনাক্স মিন্টের স্বাদটাও নিব। কিন্তু রাইট করার পর সিডি দিয়ে বাওস থেকে ডিভিডি দেখিয়ে দিলে সিডি রান হচ্ছেনা। অথচ জানালা থেকে চেক করলে ডিভিডিতে লিনাক্স মিন্ট এর ইমেজ ফাইল দেখাচ্ছে। তাহলে কি আমি বুঝে নেব, আমার ডিভিডি রাইট ঠিক হয় নাই? যদি তাই হয়,তাহলে নেট থেকে ইমেজ ফাইল নামানোর পর কিভাবে ডিভিডি রাইট করবো জানাবেন। আর হ্যাঁ, লিনাক্স মিন্টও কি উবুন্টুর মত লাইভ সিডি দিয়ে রান করা যায়।
আমি linuxmint-11-gnome-dvd-64bit ও linuxmint-12-gnome-dvd-32bit হার্ডিতে নামিয়েছি। আপনাদের কাছ থেকে পরামর্শ পাওয়ার পর সেগুলো রাইট করব।
ভাল থাকবেন সবাই.............