Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
দেরি হওয়া মানে তারিখ কনফ্লিক্ট করা।
যেখানেই হোক, সময় ঠিক থাকলে আমি আছি। আর একসাথে গেলেই মনে হয় সুবিধা হবে!
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
এককথায় ঢাকার বাইরে ঢাকার ভিতরে হলে যেন কেমন কেমন লাগে। ব্যাপারটা এমন হয় যে, অনুষ্ঠানে গেলাম। প্যাচাল শুনলাম। খাওয়া-দাওয়া শেষে চলে আসলাম
আর ঢাকার বাইরে হলে পুরোটাই অন্যরকম
তবে ঢাকার বাইরে হলে কিছু ব্যাপারে সমস্যা হবে। পয়েন্ট আকারে লিখছি
১. সারাদিনের প্লান করতে হবে [শুক্রবার হওয়ার কারণে সেটা সমস্যা হবে না আশা রাখি ]
২. লোকসংখ্যার অনুপাতে বাস ভাড়া করতে হবে। যার কারণে খরচ বেড়ে যাবে।
৩. যেহেতু রান্না-বান্না নিজেদের করতে হবে সুতরাং এর জন্য লিস্ট করা, বাজার করা ইত্যাদি ইত্যাদি সবকিছু যাতে ঠিকঠাক মত হয় তা মেইনটেইন করতে হবে। এটা অবশ্য তেমন সমস্যা না কিন্তু সদস্যরা সবাই ভার্চুয়াল, বাস্তবে কাছাকাছি থাকলে হয়ত এত সমস্যা হত না। কারণ অনেক লোক লাগবে পুরো অনুষ্ঠানটি ঠিকঠাকমত শেষ করতে।
৪. পিকনিক স্পট ভাড়া করতে হবে।
আর ঢাকার বাইরে করতে চাইলে গাজীপুর বোধহয় সেরা জায়গা। সকালে ঢাকা থেকে গাজীপুর যেতে দেড়/দুই ঘন্টার মত সময় লাগবে। আর ফেরার সময় ৩ ঘন্টার মত। যাওয়ার সময় তেমন জ্যাম হবে না। তবে ফেরার পথে গাজীপুর চৌরাস্তা এবং আবদু্ল্লাহপুরে জ্যামে পড়তে হবে। এটা শুক্রবার হোক বা রাঙ্গা শুক্রবার হোক
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
যে কোন জায়গায় হউক । ভালভাবে হউক সুন্দরভাবে হউক সেই কামনাই করি ।
এই মেঘ এই রোদ্দুর
২৫ ২৪-০১-২০১২ ১০:০৮ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (২৪-০১-২০১২ ১০:০৯)
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
আমি মনে করি নন্দন পার্কে করলে বাস বাড়া করার কোন ঝামেলা করা লাগবে না। যার যার মতো স্পটে চলে যাবে আর আসার সময় পার্কের সামনে হতে খালি বাসে করা ঢাকায় চলে আসবে।
নাহলে ৫/১০ জন এর জন্য দুপুর ১২টার আগে বাস ছাড়া যাবে না তার ওপরে বাস ভাড়া করতে অনেক খরচ।
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
আমি মনে করি নন্দন পার্কে করলে বাস বাড়া করার কোন ঝামেলা করা লাগবে না। যার যার মতো স্পটে চলে যাবে আর আসার সময় পার্কের সামনে হতে খালি বাসে করা ঢাকায় চলে আসবে।
নাহলে ৫/১০ জন এর জন্য দুপুর ১২টার আগে বাস ছাড়া যাবে না তার ওপরে বাস ভাড়া করতে অনেক খরচ।
পুরাই বোগাস লাগে আমার কাছে নন্দন
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
পুরাই বোগাস লাগে আমার কাছে নন্দন
যেখানেই হোক আপনি তো আর আসবেন না । গাজীপুরের পিকনিক স্পটেগুলোতেই বা কি দেখার আছে ?
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
ঢাকার কাছাকাছি সোনার গাঁয় করা যেতে পারে।
তাছাড়া লঞ্চ জার্নিতে আগ্রহ থাকলে একটা লঞ্চ রিজার্ভ করে মুন্সীগঞ্জ হয়ে মেঘনা ব্রিজ বা মুন্সীগঞ্জ হয়ে চাঁদপুর পর্যন্ত একটা চক্কর মারা যায়। পথিমধ্যে কোন চর এলাকায় নেমে রান্নাবান্নাটা সেরে নেয়া যায়। রান্নার কাজটা লঞ্চেও করা যেতে পারে।
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
তাছাড়া লঞ্চ জার্নিতে আগ্রহ থাকলে একটা লঞ্চ রিজার্ভ করে মুন্সীগঞ্জ হয়ে মেঘনা ব্রিজ বা মুন্সীগঞ্জ হয়ে চাঁদপুর পর্যন্ত একটা চক্কর মারা যায়। পথিমধ্যে কোন চর এলাকায় নেমে রান্নাবান্নাটা সেরে নেয়া যায়। রান্নার কাজটা লঞ্চেও করা যেতে পারে।
উরে বাব্বা, ৫০০% রাজি, ইলিয়া ভাইয়ের মাথায় আসলেই প্লান আছে ভালা
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
উরে বাব্বা, ৫০০% রাজি, ইলিয়া ভাইয়ের মাথায় আসলেই প্লান আছে ভালা
আমরা একবার বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন হতে লঞ্চে পিকনিক করেছিলাম। হেব্বী ইনজয় করেছি ব্যাপারটা।
এখানে বেশীরভাগ সদস্য যদি চান তাহলেই লঞ্চে করা যায়।
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
এখানে বেশীরভাগ সদস্য যদি চান তাহলেই লঞ্চে করা যায়।
ভাই আমি চাই । কিন্তু ঢাকার বাইরে যেতেই অনেকে ভয় পাচ্ছে লঞ্চের কথা শুনে তো ছুট লাগাবে এবার
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
ঢাকার কাছাকাছি সোনার গাঁয় করা যেতে পারে।
তাছাড়া লঞ্চ জার্নিতে আগ্রহ থাকলে একটা লঞ্চ রিজার্ভ করে মুন্সীগঞ্জ হয়ে মেঘনা ব্রিজ বা মুন্সীগঞ্জ হয়ে চাঁদপুর পর্যন্ত একটা চক্কর মারা যায়। পথিমধ্যে কোন চর এলাকায় নেমে রান্নাবান্নাটা সেরে নেয়া যায়। রান্নার কাজটা লঞ্চেও করা যেতে পারে।
লঞ্চ ভাড়া করার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন হবে তার স্পন্সর কে হবে? ২৫০ টাকার জন্যই তো অনেকে আসতে চাইবে না মনে হয়
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
ঢাকার বাইরে হলে না আসার সম্ভাবনা বেশি।
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
যেখানেই হোক পরিচিত সকলে না আসলে কিন্তু খেলুম না
এম্রিকা/কাতার/সিলেট যেনেই থাকেন সবাইরে আসতে হইব
۞ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۞ اللَّهُ الصَّمَدُ ۞ لَمْ * • ۞
۞ يَلِدْ وَلَمْ يُولَدْ ۞ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ * • ۞
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
লঞ্চ ভাড়া করার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন হবে তার স্পন্সর কে হবে?
স্পন্সর লাগবে কেন ? সদস্যরা নিজেরাই চাঁদা দিবে। চিন্তা করেন ধোয়া-ধুলোবালি-কোলাহল মুক্ত একটা দিন। এরকম একটা দিনের জন্য আমরা কি পারি না কিছু গাঁটের পয়সা খরচ করতে ? অবশ্য যেখানেই হউক এবারকার মিটআপে আমার যোগ দেয়া ৯৯% অসম্ভব। তবে নদী পথে হলে একটু ট্রাই করতাম।
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
ঢাকার বাইরে হলে মনে হয় আসা হবে না
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
ঢাকার বাইরে হলে মনে হয় আসা হবে না
হুমম অনেকেই দেখছি ঢাকার বাইরে যেতে নারাজ। তাহলে ঢাকার ভিতরেই মোটামুটি ঢাকার মাঝামাঝি কোন এক স্থানে আয়োজনটা করা যায়।
গত বছর যে জায়গায় হয়েছিল সেখানে দক্ষিনাঞ্চলের লোকদের জন্য বিরাট কষ্টদায়ক হয়েছে।
Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
অপরিচিত লিখেছেন:ঢাকার বাইরে হলে মনে হয় আসা হবে না
হুমম অনেকেই দেখছি ঢাকার বাইরে যেতে নারাজ। তাহলে ঢাকার ভিতরেই মোটামুটি ঢাকার মাঝামাঝি কোন এক স্থানে আয়োজনটা করা যায়।
গত বছর যে জায়গায় হয়েছিল সেখানে দক্ষিনাঞ্চলের লোকদের জন্য বিরাট কষ্টদায়ক হয়েছে।
ঢাকার বাইরে হলে আমি আছি। পোলে তো দেখছি বেশির ভাগ ঢাকার বাইরে যেতে চাচ্ছেন।
লঞ্চ ভাড়া করার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন হবে তার স্পন্সর কে হবে?
২৫০ টাকার জন্যই তো অনেকে আসতে চাইবে না মনে হয়
আমি সিলেট থেকে আসতে পারব আর আপনারা ২৫০ টাকা জন্য আসতে পারবেন না? আর স্পন্সর লাগলে আমি স্পন্সর হতে রাজি আছি