Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
ও ভালো কথা লাইভ টেলিকাস্টিং থাকচে তো????
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্মের মিলনমেলা ২০১২
দেরি হওয়া মানে তারিখ কনফ্লিক্ট করা।
যেখানেই হোক, সময় ঠিক থাকলে আমি আছি। আর একসাথে গেলেই মনে হয় সুবিধা হবে!
যে কোন জায়গায় হউক । ভালভাবে হউক সুন্দরভাবে হউক সেই কামনাই করি ।
আমি মনে করি নন্দন পার্কে করলে বাস বাড়া করার কোন ঝামেলা করা লাগবে না। যার যার মতো স্পটে চলে যাবে আর আসার সময় পার্কের সামনে হতে খালি বাসে করা ঢাকায় চলে আসবে।
নাহলে ৫/১০ জন এর জন্য দুপুর ১২টার আগে বাস ছাড়া যাবে না তার ওপরে বাস ভাড়া করতে অনেক খরচ।
ঢাকার কাছাকাছি সোনার গাঁয় করা যেতে পারে।
তাছাড়া লঞ্চ জার্নিতে আগ্রহ থাকলে একটা লঞ্চ রিজার্ভ করে মুন্সীগঞ্জ হয়ে মেঘনা ব্রিজ বা মুন্সীগঞ্জ হয়ে চাঁদপুর পর্যন্ত একটা চক্কর মারা যায়। পথিমধ্যে কোন চর এলাকায় নেমে রান্নাবান্নাটা সেরে নেয়া যায়। রান্নার কাজটা লঞ্চেও করা যেতে পারে।
যেখানেই হোক পরিচিত সকলে না আসলে কিন্তু খেলুম না
এম্রিকা/কাতার/সিলেট যেনেই থাকেন সবাইরে আসতে হইব
ঢাকার বাইরে হলে মনে হয় আসা হবে না
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্মের মিলনমেলা ২০১২
০.০৫৬৫৮২৯২৭৭০৩৮৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬২.৫৮৫৮৮৭৯০১০৩১ টি কোয়েরী চলেছে