টপিকঃ প্রজন্মের জন্য নতুন পদবী নির্বাচন!
সদস্যদের পক্ষ থেকে নতুন পদবী নির্বাচনের ক্ষেত্রে খুব অল্পই সাড়া পাওয়া গেছে। তারপরেও বেশকিছু ভালো নামের প্রস্তাবনা উঠে এসেছে।
পদবী খুব বেশি হাস্যস্পদ হওয়াটা একজন সদস্যের জন্য অস্বস্থিকর। তাই প্রজন্মের অবদানকারীদের সকলের সাথে আলোচনা সাপেক্ষে বাছাইকৃত ভালো নামগুলো দিয়ে নতুন পদবীর জন্য সদস্যদের ভোটিং এর ব্যবস্থা করা হল। এখানে একটি নির্দিষ্ট নামকে বিজয়ী না করে যে সকল নামগুলো সর্বাধিক ভোট পাবে সেই সব নামগুলো নিয়ে নিম্নক্রম অনুসারে বিভিন্ন ব্যবধানে বেশ কিছু নতুন পদবী যুক্ত করা হবে। যেন তা ভবিষ্যতের চাহিদা পূরন করতে সক্ষম হয়।
যেমন ইতিমধ্যেই "প্রজন্ম মহাগুরু" নামটি অনেকেরই নতুন পদবী হিসেবে পছন্দ হয়েছে। সেই হিসেবে এই নামটিকে সর্বশেষ নাম হিসেবে নির্ধারন করা হল। এরপরে যেই নামটি সর্বোচ্চ ভোট পাবে তা সর্বশেষ পদবীর আগের পদবী হিসেবে গ্রহন করা হবে। তার আগে গৃহিত হবে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত নামটি। এভাবে ব্যবধানগুলো অবদানকারীগণের প্রস্তাবনা সাপেক্ষে গৃহিত হবে। পুরো প্রণালীটি জটিল মনে হলে শুধু নিজের পছন্দের নামটি আলগোছে ভোট দিয়ে ফেলুন।
প্রস্তাবিত নামগুলোর মধ্যে বিবেচ্য নামগুলো হচ্ছে:
১. প্রজন্মত্ত
২. প্রজন্ম-প্রেমী
৩. পাঁড়-প্রাজন্মিক
৪. প্রজন্মাত্বিক
৫. প্রজন্মাহত
৬. প্রজন্মাচার্য
৭. প্রজন্ম অন্ত:প্রাণ
৮. প্রজন্মরত্ন
৯. প্রজন্মশৈলী
১০. প্রজন্ম-ভূষণ
এ ধরনের একটা উদ্যেগ যেমন সময়ের দাবী হয়ে গিয়েছিল তেমনি আবার কোন কিছুই অনন্ত অসীম নয়। এ কারনেই অবদানকারীদের সকলের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তিতে আর পদবী বাড়ানো হবে না। বা এরকম উদ্যেগও আর গ্রহন করা হবে না। সুতরাং আশা করা যায় সদস্যরা এবারের উদ্যেগ সর্বান্তভাবে সফল করবেন।
এ সংক্রান্ত যে কোন পরামর্শ বা তথ্যের জন্য মডারেটর 'মেহেদী৮৩'-র সাথে যোগাযোগ করুন। ভোটাভুটিকে প্রভাবিত করে এরকম কোন মন্তব্য করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে! ভোট গ্রহন শেষ হবে আগামী পহেলা ফেব্রুয়ারী।