Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
:yahoo
শুভ জন্মদিন প্রজন্ম
পার্টি দিতে হবে নাইলে খেলুম না
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
:yahoo
শুভ জন্মদিন প্রজন্ম
পার্টি দিতে হবে নাইলে খেলুম না
শুভ জন্মদিন
শুভ জন্মদিন/রাত প্রজন্ম ফোরাম
HBD PF!
শুভ শুভ শুভ দিন
প্রজন্ম ফোরামের জন্মদিন।
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।
শুভ জন্ম দিন প্রজন্ম ফোরাম
ফোরামের শুভ জন্মদিনে প্রজন্ম ফোরামের সকল কে শুভেচ্ছা
(অ.ট.২০০৭ সালের ৩১শে জানুয়ারী আমি ফোরামের সদস্য হই সে হিসাবে এ মাসের৩১শে জানুয়ারী ২০১২ আমারও ফোরামে জন্মদিন )
একটা মিলনমেলা ত হতেই হবে। না হয়ে কি যায়? সবাইকে নিয়ে, সবার সাথেই ত প্রজন্ম। সবাই অংশগ্রহনে এবং সবার পছন্দকে মাথায় রেখেই আশাকরি জমকালোভাবেই উৎযাপন করা যাবে প্রজন্মের ৫ম জন্ম বার্ষিকী। সবাইকে ধন্যবাদ।
তবে নেহায়েৎ গুরুপাকদ্রব্য বর্জনীয়। আর প্রজন্মের ডাক্তার সাহেব যখন কোক খেতে নিষেধই করেছেন। আমরাই বা আর খাই কিভাবে?
কেক, কোক ত নেহায়েৎ বাহুল্য।
কাছে থাকলে দই খাওয়াইতাম। কিন্তু দুরে তো তাই খাওয়াইতে পারলাম না। বগুড়া তে আসলে অবশ্যই খাওয়াবো। আবাদত না হয় এটা খাইতে পারো।
http://bengali-mp3.com/bengali_movie_so … 3.com).mp3
মনের দুয়ার দিয়েছ খুলে- আকাশের মতো উদার তুমি- তাইতো আমি তোমাই এতো ভালোবাসি। দূর হতে দূর দুরান্তে
যে যেখানে সকল বন্ধু তোমার পাশে আছি আমরা সবসময় সবখানে শুধুই তোমার পাশে। প্রজন্ম ফোরাম আছো বলে আমরা সবাই জানতে পারি সুন্দর এই পৃথিবীর সব অজানা মজার মজার ঘটনা। আমরা আছি আমরা থাকবো তোমার পাশে, তোমার সাথে এই আধিকার টুকু চাই ((প্রজন্ম ফোরাম)) শুধু তোমাই কাছে। শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।
শুভ জন্মদিন প্রজন্ম
একটা মিলনমেলা ত হতেই হবে। না হয়ে কি যায়? সবাইকে নিয়ে, সবার সাথেই ত প্রজন্ম।
তাতারি ডেট কন
তবে নেহায়েৎ গুরুপাকদ্রব্য বর্জনীয়। আর প্রজন্মের ডাক্তার সাহেব যখন কোক খেতে নিষেধই করেছেন।
আন্দোলনের ঘোষনা দিলাম
মেহেদী ভাই সারিম মিয়া কই গেলেন আপনেরা, কেক কোক না থাকলে খেলুম না
আনন্দময় এ দিনটি প্রজন্মে বার বার ফিরে আসুক, শতবর্ষী হোক প্রজন্ম।
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন
আমাদের প্রজন্ম ফোরাম আরও এগিয়া যাবে এই প্রত্যাশায়।
গেল বছরটা প্রজন্মের জন্য বিশেষ তাৎপর্্য্য পূর্ণ। প্রজন্ম গট এ মাদার লাস্ট ইয়ার।
প্রজন্ম আরো এগিয়ে যাক এই কামনা করছি।
hallo
পার্টি চাই পার্টি, যেখানে খানা দানা আবশ্যক নহে, খালি সদস্যরা আবশ্যিক।
শুভ জন্মদিন প্রজনম্ম ফোরাম।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
০.০৮৬২২৭৮৯৩৮২৯৩৪৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.১১০২৫২৩৯৮৬২২ টি কোয়েরী চলেছে