টপিকঃ শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
দেখতে দেখতে আরো একটি বর্নাঢ্য বছর পার হয়ে গেল। ২০০৭ এর ২০শে জানুয়ারীতে, ঠিক এই দিনে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে আমাদের অতি প্রিয় প্রজন্ম ফোরাম। সময়ের ধারাবাহিকতায় আজকে ৫ম বছর পূর্ন করে ৬ষ্ঠ বছরে পা রাখল রাখল সে।
এ বছরে আমাদের প্রাপ্তি অনেক! সবার স্বতস্ফূর্ত অংশগ্রহনে ফোরামের সব বাগানই যেন ফুলে ফুলে ছেঁয়ে ছিল সারাটি বছর।
এই প্রাপ্তির চেয়েও বেশি ছিল সদস্যদের ভালবাসা।
কি এক নিবিঢ় ভালোবাসায় একটি পরিবারের মতো আমরা জড়িয়ে থাকি এই প্রজন্মে। কখনও হাসি-আনন্দ-উচ্ছ্বলতার মাঝে রাগ-দুঃখ-অভিমানও যে উকি দিয়ে যায় না, তা কিন্তু নয়, স্নেহের আস্কারার সাথে থাকে শাসনের টক-ঝাল ভালোবাসা। তারপর সব ভুলে আবার আমরা গেয়ে উঠি মায়ের ভাষায়, মেতে উঠি পারিবারিক স্নেহ-মায়ায়।
আজ প্রজন্মের ৫ বছর পূর্তিতে পরম করুনাময়ের কাছে জানাই অজস্র শুকরিয়া। আর শুরু থেকে এ পর্যন্ত সকল সদস্যকে জানাই কৃতজ্ঞতা ও একরাশ ভালোবাসা। জসিমউদ্দিনের নিমন্ত্রণ কবিতার মতোই বার বার নিমন্ত্রণ জানাই নতুন-পুরাতন-নিয়মিত-অনিয়মিত সকলকে- প্রজন্ম পরিবারের ভালবাসায় বারে বারে সিক্ত হয়ে আমাদেরও মন ভরিয়ে দিতে।
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।