টপিকঃ সেরা আলোকচিত্র সম্বলিত পোস্ট - ২০১১
প্রজন্ম ফোরামের ২০১১ সালের সেরা আলোকচিত্র সম্বলিত পোস্ট নির্বাচনের জন্য যথেষ্ট খাটাখাটনী করতে হয়েছে বিচারকদের। প্রাথমিক বিচারে কোন ভালো ছবি বাদ পড়ে যাওয়া অসম্ভব নয়। তাই সদস্যদের বাইরেও কিছু স্বেচ্ছাসেবী এই ছবি মনোনয়নে সাহায্য করেছে। পরিশেষে, বিশেষজ্ঞ আলোকচিত্রীর সাহায্যে চূড়ান্ত তালিকা তৈরী করা হয়েছে।
আমরা মনে করি, যে কোন ফটোগ্রাফার তথা আলোকচিত্র শিল্পীর নিজেকে আরও দক্ষ করার একান্ত আগ্রহ থাকে। সে হিসেবে বিশেষজ্ঞের মতামত, সমালোচনা, তুলনামূলক র্যাংকিং এসবই নিঃসন্দেহে একজন ফটোগ্রাফারের ছবিকে আরও উন্নত করে তুলতে সাহায্য করে। কাজেই, যাদের ছবি মনোনীত হয়েছে কিংবা হয়নি, প্রত্যেকেরই এই ছবি নির্বাচনী প্রক্রিয়া থেকে উপকৃত হওয়ার সুযোগ থাকছে।
আর, আলোকচিত্র হোক বা অন্য কিছু, প্রতিটি ক্ষেত্রেই বিষয়টি একইরকম!
সেরা আলোকচিত্র সম্বলিত পোস্ট নির্বাচনের জন্য বিচারকদের মনোনীত ৭টি পোস্ট হল-
প্রকৃতি এবং তার অপরূপ সৌন্দর্য! কিছু ল্যান্ডস্কেপ! - আমি হিমু
feel the gravity - প্রজেক্ট ৩৬৫ - ত্রিভুজ
জাফলং এর কয়টা ছবি - রুমেল
বর্ণিল শরৎকাল - pagolmon
childhood joy - এলোমেলো ছবিগুলো (আপনার Random ফটো শেয়ারিং) - shitol69
ঢাকা শহরের নির্মাতারা - আমার তোলা কিছু ছবি - কৃত্রিম - সেভারাস
Water world - প্রজেক্ট ৩৬৫ - হাসিন
এ লেখাগুলো থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করার দায়িত্ব আপনাদের।
আপনার ভোট ১৭ই জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নেয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: কে কাকে ভোট দিলেন বা কারও পছন্দ-অপছন্দ নিয়ে আলোচনা করা যাবে না। ভোটাভুটিকে প্রভাবিত করে এরকম কোন মন্তব্যও করা যাবে না।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।