টপিকঃ আর্টিক্যাল রাইটার প্রয়োজন
কম্পিউটার টিপস এবং/বা ট্রাভেল/পর্যটন বিষয়ে ভালো এবং সহজ ইংরেজিতে লিখতে পারবেন এমন একজন/দুজন আর্টিক্যাল রাইটার প্রয়োজন। শর্তাবলী নিম্নরূপ:
১. আর্টিক্যাল ইউনিক হতে হবে। কোনো কপি-পেস্ট চলবে না। আর্টিক্যাল চূড়ান্তভাবে গ্রহণের পূর্বে প্লাজিয়ারিজম সফটওয়্যার দিয়ে যাচাই করা হবে।
২. আর্টিক্যাল এসইও-ফ্রেন্ডলি হতে হবে।
৩. কম্পিউটার টিপস এবং/বা বাংলাদেশের ট্রাভেল/পর্যটন বিষয়ে লিখতে হবে।
৪. প্রতিটি আর্টিক্যাল ন্যূনতম ৪০০ শব্দের হতে হবে।
৫. আর্টিক্যালের প্রতি ১০০ শব্দের জন্য ২০ টাকা করে দেওয়া হবে।
যারা ইচ্ছুক তাদেরকে ইমেইলে (gtmroyঅ্যাট জিমেইল.কম) পূর্বের লেখার উদাহরণসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।