টপিকঃ লিনাক্স মিন্টে এজ মডেম চালাতে চাই
আজ লিনাক্স মিন্ট ডালো করলাম । কিন্তু কিছুইতে মবিডাটা এজ মডেম চালাতে পারছিনা ।
কিভাবে চালাবো ???
কেউ হেল্প করেন ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » লিনাক্স মিন্টে এজ মডেম চালাতে চাই
আজ লিনাক্স মিন্ট ডালো করলাম । কিন্তু কিছুইতে মবিডাটা এজ মডেম চালাতে পারছিনা ।
কিভাবে চালাবো ???
কেউ হেল্প করেন ।
এটি পুরনো ভার্সনের মডেম। সবথেকে ভাল হয় আপনি গ্রামীনের নিজস্ব হুয়াওয়ের মডেম কিনে চালালে অথবা নতুন মডেলের মবিডাটা কিনুন। আমি এ মডেমে অনেক চেষ্টা করেও পারিনি। মবিডাটা তাদের পরবর্তী ভার্সনে লিনাক্স সাপোর্ট দিয়েছে। আর সিটিসেলের কয়েকটি মডেমে লিনাক্স সাপোর্টেড লেখা আছে। সেগুলিও কিনতে পারেন। দাম বেশ কম-১২০০-১৫০০ টাকার মধ্যে।
http://forum.amaderprojukti.com/viewtop … amp;t=6419
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » লিনাক্স মিন্টে এজ মডেম চালাতে চাই
০.০৩৬১০৭০৬৩২৯৩৪৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৬.৭৯১২৪৪৬০৫২৬৭ টি কোয়েরী চলেছে