টপিকঃ সেরা গল্প-উপন্যাস - ২০১১
২০১১ সালে প্রজন্ম ফোরামে দেওয়া চমৎকার সব গল্প ও উপন্যাসের মধ্য থেকে নির্বাচনের জন্য সদস্যদের প্রস্তাবনা থেকে সর্বোচ্চ প্রস্তাবিত ৪টি টপিক হল
কেন এলে? - উদাসীন
অনুগল্প- নৈশব্দ - কৃষ্ণচূড়া
শাস্তি (ঈদের গল্প) - বাংলারমাটি
জার্নি টু লাভ (অদুর ভবিষ্যত থেকে) - দ্যা_থটমেকার
এ লেখাগুলো থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করার দায়িত্ব আপনাদের সবার । আপনার ভোট ১৪ই জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নেয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: কে কাকে ভোট দিলেন বা কারও পছন্দ-অপছন্দ নিয়ে আলোচনা করা যাবে না। ভোটাভুটিকে প্রভাবিত করে এরকম কোন মন্তব্যও করা যাবে না।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য