টপিকঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেরা লেখা - ২০১১
২০১১ সালে প্রজন্ম ফোরামের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেরা লেখা নির্বাচনের জন্য সদস্যদের প্রস্তাবনা থেকে (মোটামুটি মাথার ঘাম ছুটিয়ে) সর্বোচ্চ প্রস্তাবিত ৭টি টপিক হল
আইপি অ্যাড্রেস নিয়ে হালকা পাতলা কিছু কথাবার্তা - দক্ষিণের-মাহবুব
লিনাক্স মিন্ট ১১ আর উবুন্তু ১১.০৪ এ চালান বাংলালায়ন ইউএসবি মডেম - মিনহাজুল হক শাওন
পাওয়ার সাপ্লাই ইউনিট এবং এর খুটিনাটি - মেহেদী৮৩
ক্রপ সারর্কেল - মরুভূমির জলদস্যু
সবুজ ছাদ বা Green Roof - শামীম
এক ঝলকে বাংলাদেশের সমর শক্তি - সাইদুল ইসলাম
'অ্যামবিগ্রাম' নিয়ে কিছু কথা ও কিছু এম্বিগ্রাম - ত্রিনিত্রির রাশিমালা
এ লেখাগুলো থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করার দায়িত্ব আপনাদের সবার । আপনার ভোট ১৪ই জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নেয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: কে কাকে ভোট দিলেন বা কারও পছন্দ-অপছন্দ নিয়ে আলোচনা করা যাবে না। ভোটাভুটিকে প্রভাবিত করে এরকম কোন মন্তব্যও করা যাবে না।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য