টপিকঃ সেরা রম্য কাহিনী- ২০১১
২০১১ সালে প্রজন্ম ফোরামে দেওয়া মজার মজার সব রম্য থেকে মাত্র ৭টা পোস্ট বের করা নেহায়েৎ-ই ঝক্কির কাজ ছিল। পুরো বছরটাকে সদস্যরা একেবারে গড়াগড়ি খাওয়া হাসি দিয়ে মাতিয়ে রেখেছিল বলা যায়।
কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কিছু লেখা ত বাদ দিতেই হয়।
এ পর্যায়ে রম্য কাহিনী নিয়ে লেখা অ-নে-কগুলো ভালো ভালো লেখার মধ্যে নির্বাচনের জন্য সদস্যদের প্রস্তাবনা থেকে (মোটামুটি মাথার ঘাম ছুটিয়ে) সর্বোচ্চ প্রস্তাবিত ৭টি টপিক হল
অর্নবীয় - তার-ছেড়া-কাউয়া
রম্যঃ ডাক্তার নাকিবের চেম্বার! - মুন
পরীক্ষার খাতা থেকে তুলে আনা কিছু রম্য - হৃদয়
জনজীবনে আলোড়ন সৃষ্টি করতে এলো উইন্ডোজ নাইন - সারিম
ডেস্টিনিতে ৫ ঘন্টা - বাংলারমাটি
অংকের আমি জাহাজ - আকীক
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ভুল!!! - আরণ্যক
এ লেখাগুলো থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করার দায়িত্ব আপনাদের সবার । আপনার ভোট ১৪ই জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নেয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: কে কাকে ভোট দিলেন বা কারও পছন্দ-অপছন্দ নিয়ে আলোচনা করা যাবে না। ভোটাভুটিকে প্রভাবিত করে এরকম কোন মন্তব্যও করা যাবে না।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য