টপিকঃ সেরা পাঁচমিশালী- ২০১১
২০১১ সালে প্রজন্ম ফোরামে সেরা পাঁচমিশালী লেখার মধ্যে নির্বাচনের জন্য সদস্যদের প্রস্তাবনা থেকে (মোটামুটি মাথার ঘাম ছুটিয়ে) সর্বোচ্চ প্রস্তাবিত ৭টি টপিক হল
"কিছুক্ষণ উইথ স্বপ্নীল" সিরিজের সব ইন্টারভিউ!" - স্বপ্নীল
যে যে কারনে কোক খাবেন না। - নাকিব
সহীহ নামাজ শিক্ষা (ই-বুক) - ইলিয়াস
মাহে রমজান : তাৎপর্য ও করনীয় - শান্ত বালক
মিউজিক ভিডিও না চালালে ও কিছুই খেতে চায় না। - shibleemehdi
স্টুডেন্ট এজেন্সীর প্রতারণা থেকে সাবধান - আহমাদ মুজতবা
আমার আঁকা কিছু ছবি কম্পিউটার পেইন্ট এ....(সবগুলো পর্ব) - Neela
এ লেখাগুলো থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করার দায়িত্ব আপনাদের সবার । আপনার ভোট ১৪ই জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নেয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: কে কাকে ভোট দিলেন বা কারও পছন্দ-অপছন্দ নিয়ে আলোচনা করা যাবে না। ভোটাভুটিকে প্রভাবিত করে এরকম কোন মন্তব্যও করা যাবে না।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য