টপিকঃ বাক্য গঠন খেলা!
যেহেতু এটা খেলাঘর তাই নতুন একটা খেলা আরম্ভ করছি।
খেলাটি এরকম যে এতে পোস্টারকে সর্বশেষ পোস্টের সর্বশেষ শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে।আশা করি সকলের পছন্দ হবে।
খেলার শর্তাবলীঃ
১. যে কেউ এই খেলায় অংশ নিতে পারবে।
২. সর্বশেষ শব্দটিকে অবশ্যই বাক্যের শুরুতে হতে হবে।
৩. বাক্য অবশ্যই সাধু ভাষায় হতে হবে।
প্রজন্ম ফোরাম, ভালবাসি তোমাকে ।
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।