টপিকঃ ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস শেবাগের

এই গরমে স্বাক্ষর আর কি দিমু........

Re: ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস শেবাগের

কংগ্রাটস বীরু  clap  thumbs_up

Re: ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস শেবাগের

বীরু  যা দেখাইলো.. thumbs_up

ভাবতে ভীষন অবাক লাগে............নেই আমি আর আগের মত

Re: ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস শেবাগের

অসাম নিউজ  big_smile

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস শেবাগের

ও যে একদিন এই কাজ করবে তা আমি আগেই জানতাম। কারন ভারতে ওই একমাত্র প্লেয়ার যার ৩টা ট্রিপল হান্ড্রেড আছে টেস্ট তাও সবগুলা মাত্র ২৮০ এর কাছাকাছি বলে যা কিনা অনেক মারমুখি। এছাড়া ওর স্ট্যামিনা সেরকম । যা সচরাচর দেখা যায়। ও অনেক ফাস্ট রান করে। সাধারনত কোনো প্লেয়ার ১৫০ করলেই দেখা যায় ৫০ ওভার শেষ হয়ে। আর ও তো পুরা পাগলা যেদিন ক্ষেপে খবর আছে। টেস্ট ও ভারতের এখন অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ারদের একজন। বাংলাদেশের সাথে যেদিন ১৭৬ করে সেদিনও ভাবছিলাম যে এরকম কিছু একটা হতে পারে কিন্তু ভাগ্য ভাল হয় নাই। যা হোক ২১৪ যখন করে তখন দেখি ও দুই রান নিতে চায় । প্রায় ১৯৫ মিনিট খেলার পর এতো স্ট্যামিনা ও পায় কেমনে আসলেই গড গিফটেড ।

খেলা শেষ হওয়ার পরও ওকে দেখে মনে হয়েছে ও আরো খেলতে পারত। অন্যদিকে শচীন যখন করেছিল ও অনেক ক্লান হয়ে গিয়েছিল

যা হ্যটস অফ শেবাগ।  thumbs_up  thumbs_up  thumbs_up  এই রেকর্ড ভাঙ্গতে খবর আছে। এরকম স্ট্যামিনার প্লেয়ার এখন খুব কম

Re: ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস শেবাগের

দেখেন আবার শচীন ভেঙ্গে ফেলবে ... dream

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত