Re: মোবাইলে মেমরি কার্ড শো করছে না
খুব সম্ভবত মানিব্যাগের চাপে কার্ডখানা ইন্তেকাল করিয়াছে
Re: মোবাইলে মেমরি কার্ড শো করছে না
ভাই একটি সমাধান আছে । একটা নতুন মেমোরি কাড কিনেন.......আমি ও একটি নতুন মেমোরি কাড কিনেছি
Re: মোবাইলে মেমরি কার্ড শো করছে না
ভাই আমারো বেশ কয়েকটা মেমরি কার্ড নস্ট হয়েছে। লক্ষন গুলো অবশ্য এরকমই ছিল
Re: মোবাইলে মেমরি কার্ড শো করছে না
মোবাইল সীম, মেমোরী চিপস কখনো মানিব্যাগে ভরে রাখতে নেই। বিশেষ করে মেমোরী চিপস এ কাজে সহসাই ইন্তেকাল ফরমায়। আর মিজভীর মেমোরীকার্ড ইন্তেকাল করেছে এটা ১০০% শিউর।
Re: মোবাইলে মেমরি কার্ড শো করছে না
তোমাকে দোস্ত আরেকটি নিউ কার্ড কিনতেই হবে
Re: মোবাইলে মেমরি কার্ড শো করছে না
ভাই একই কলে পড়ে আমার মেমোরি কার্ড শহীদ হয়েছে।
Re: মোবাইলে মেমরি কার্ড শো করছে না
আমিতো সব সময় আমার ২/১ টা সিম-কার্ড মানিব্যাগে রাখি। সিম-কার্ড মানিব্যাগে রাখলে কি সমস্যা হবে?
আমি কিন্তু কোনদিন কোন সমস্যার সম্মুখীন হই নাই
Re: মোবাইলে মেমরি কার্ড শো করছে না
2 ঘন্টা আগে একটা মেমরি কিনে আনছি । এইমাত্র কাইটা গেল। নেটে সমাধানের জন্যে সার্চ করলাম। অবসেশে গুগল আমারে এইখানে পাঠাইলো
১৬ ০১-১০-২০১৬ ০৬:৪৯ সর্বশেষ সম্পাদনা করেছেন Ashikuzzaman (১৫-১০-২০১৬ ০৯:৫১)
Re: মোবাইলে মেমরি কার্ড শো করছে না
Memory card ta halka kore rabar or tola diye ghuse abar lagan...may be hoye jabe