টপিকঃ ক্রোমিয়াম ব্রাউজারে র-যফলা দেখতে সমস্যা কিভাবে সমাধান করব?
ক্রোমিয়াম ব্রাউজারে কিছু জায়গায় র-যফলা ঠিক দেখাচ্ছে (ট্যাব হেডারে এবং টুলটিপে) আবার মূল সাইটে ভাঙ্গা দেখাচ্ছে। একই লেখা অন্য ব্রাউজারে (Iceweasel) ঠিক দেখাচ্ছে, তাই সম্ভবত সমস্যাটা অপারেটিং সিস্টেম জনিত নয়।
ক্রোমিয়ামে এটা ঠিক করার উপায় কেউ কি জানেন?