Re: আমরা শোকাহত
কষ্টে আমার চোখ দিয়ে পানিও পরছে না ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » আমরা শোকাহত
কষ্টে আমার চোখ দিয়ে পানিও পরছে না ।
অনেক বেশি রকমের খারাপ লাগছে পোস্টটা পড়ে। অনেক বেশি.........মানুষটা আজ নেই; অথচ প্রজন্মে তার সবগুলো লেখা এখন ও কি জীবন্ত! সবাই পড়ছে, কমেন্ট দিচ্ছে, তার জন্য কষ্ট পাচ্ছে......তাকে নিয়ে লিখছে...এগুলো সবই তার অর্জন। অথচ দেখার জন্য সে আর নেই! আমরা স্রেফ তার কিছু ফেলে যাওয়া লেখা পড়েই কি কষ্ট পাচ্ছি! আর তার ঘর জুড়ে ছড়িয়ে আছে তার হাজারও স্মৄতি, তার বাবা-মা হয়ত তার ঘরটিকে এমন ভাবে সাজিয়ে রাখবে এখন যেনও দেখে মনে হয় সে একটু বাইরে গেছে...এক্ষুনি ফিরে আসবে আবার। যে চলে গেলো সেতো গেলই। যাদেরকে পিছনে রেখে গেলো জীবন তাদের জন্য এখন অদ্ভুত এলোমেলো। মানুষ তার আপনজনের মৄত্যুর জন্য কখনই পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে পারেনা সেই মৄত্যু যতই সুনিশ্চিত হয়ে থাকনা কেন......
আল্লাহ্ টিপু ভাইয়ের আপনজনদের এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য্য দিক। আর যে মানুষটি পৃথিবীতে এত কষ্ট পেয়ে একটু একটু করে প্রতিদিন নিজের মৃত্যু দেখেছে, দূরের পৃথিবীতে আল্লাহ্ তাকে অনেক ভালো রাখুক......শান্তিতে রাখুক......
আমিন।
আসলেই খুব খারাপ লাগছে ।
হয়ত একদিন আমিও এরকম হারিয়ে যাবো । কেউ হয়তো জানতেও পারবে না ।
আল্লাহ যেন উনাকে বেহেশতবাসী করেন ।
খবরটা জানার পর এতটা খারাপ লেগেছে; বলে বোঝাতে পারবোনা। আমাদের বয়সের একটা ছেলে মরণব্যাধির কাছে হার মেনে চলে গেল! তার মধ্যে কতই না প্রতিভা ছিল প্রকাশ করার সুযোগ পেলো না!
ইসমাইল টিপু'র আত্মার শান্তি কামনা করছি ।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » আমরা শোকাহত
০.০৪২৬৮৭১৭৭৬৫৮০৮১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৮৩০০০৮৭৪৬৫০২ টি কোয়েরী চলেছে