টপিকঃ ম্যাক ইউজারগন প্লিজ হেল্প করেন।
অনেকেই তাদের ইন্টেল/ এ এম ডি পিসিতে ম্যাক ব্যবহার করে থাকেন। তারই ধারাবাহিকতায় আমার মাথায়ও ভুত চাপে ম্যাক ব্যবহার করার।
তাইতো ডাউনলোড করে ফেলি Snow Leopard 10.6.6 SSE2 SSE3 Intel Only by Hazard এই ভার্সনটি। ঠিকঠাক ভাবে ডিস্কে .iso ফাইলটি রাইটকরে সেটাপ দেই সাইফ দি বসের টিউটোরিয়াল অনুযায়ী।
কিন্তু পুরো সন্তুষ্ট হতে পারি নাই। কেননা সেট আপ করার পরে সব ঠিক থাকলেও উইন্ডোজের NTFS সিস্টেমের ড্রাইভ গুলো ব্যবহার করতে পারি নি। আমি ম্যাক ইনস্টলের সময় নিম্নক্ত ভাবে হার্ডওয়্যার কনফিগারেশন করে নিয়েছিলাম।
যাহোক, তারপর আমি আরেকবার ইনস্টলকরি ম্যাক। এক্ষেত্রে কোন প্রকার কাষ্টমাইজেশন মানে ইনস্টল করার সময় হার্ডওয়্যার কোন রকম কাষ্টমাইজ না করেই ইনস্টল করি। এবার সবই ঠিক থাকে কিন্তু সাউন্ড আসেনা।
ইদানিং ট্রায় করে দেখলাম যে ইনস্টলের সময় হার্ডওয়্যার কাষ্টমাইজ করে সেটআপ দিলে সেটা ফেইল দেখায়, কিন্তু নরমালি কাষ্টমাইজ ছাড়া ইনস্টল করলে সেটা সফল হচ্ছে।
যাহোক এখন আমার পিসিতে ম্যাক ইনস্টল আছে, কিন্তু কোন সাউন্ড আসছে না। ইনপুট+আউটপুট ড্রাইভ পাচ্ছে না।
আমার মনিটরের রেজুলেশন ১৪০০*৯০০। কিন্তু আমি পাচ্ছি ১০২৪*৭৮৬।
আমার সিস্টেম কনফিগারেশন:
[b]CPU[/b]
Intel Pentium E5300 @ 2.60GHz 41 °C
Wolfdale 45nm Technology
[b]RAM[/b]
1.0 GB Single-Channel DDR2 @ 399MHz (5-5-5-15)
[b]Motherboard[/b]
Gigabyte Technology Co., Ltd. G41M-ES2L (Socket 775)
[b]Graphics[/b]
SyncMaster (1440x900@60Hz)
Intel(R) G41 Express Chipset (Microsoft Corporation - WDDM 1.1)
[b]Hard Drives[/b]
313GB SAMSUNG SAMSUNG HD322GJ ATA Device (SATA)
[b]Optical Drives[/b]
TSSTcorp CDDVDW SH-S223B ATA Device
[b]Audio[/b]
High Definition Audio Device
[b]Motherboard Full Specification[/b]
Manufacturer Gigabyte Technology Co., Ltd.
Model G41M-ES2L (Socket 775)
Chipset Vendor Intel
Chipset Model G41
Chipset Revision A3
Southbridge Vendor Intel
Southbridge Model 82801GB (ICH7/R)
Southbridge Revision A1
System Temperature 28 °C
[b]BIOS[/b]
Brand Award Software International, Inc.
Version F6
Date 11/04/2009
[b]Voltage[/b]
CPU CORE 1.056 V
MEMORY CONTROLLER 1.920 V
+3.3V 3.216 V
+5V 5.107 V
+12V 1.024 V
+5V HIGH THRESHOLD 5.322 V
CMOS BATTERY 3.072 V
PCI Data
[b]Slot PCI[/b]
Slot Type PCI
Slot Usage Available
Bus Width 32 bit
Slot Designation PCI
Slot Number 0
[b]Slot PCI[/b]
Slot Type PCI
Slot Usage Available
Bus Width 32 bit
Slot Designation PCI
Slot Number 1
[b]Audio[/b]
[b] Sound Card[/b]
High Definition Audio Device
P[b]layback Devices[/b]
Speakers (High Definition Audio Device) (default)
Digital Audio (S/PDIF) (High Definition Audio Device)
[b]Recording Device[/b]
Digital Audio (S/PDIF) (High Definition Audio Device)
এখন কিভাবে সাউন্ড আনা যাবে আর মনিটর রেজুলেশন ঠিক করা যাবে? একটু বলবেন প্লিজ।
আর একটা কথা আমার সিস্টেমের কনফিগারেশনের জন্য ইনষ্টলেশনের সময় হার্ডওয়্যার কাষ্টমাইজেশন কেমন করতে হবে কেউ একটু বলবেন প্লিজ!