প্রিয় ঝুমুর
jhumur লিখেছেন:সিনিয়র এবং এক্সপার্ট ভাইয়েরা, আমি এই ব্লগে নতুন।
আপনার তথ্যে হালকা সংশোধনী দিতেই হচ্ছে। এটা ফোরাম সাইট, ব্লগ নয়। 
jhumur লিখেছেন:অনেক কৌতূহল নিয়ে আমি আজ আপনাদের সরনাপন্ন হয়েছি। প্লিজ আমাকে হেল্প করুন। আমি নীচে মূল বিষয়বস্তুটা তুলে ধরছি।
আমাদের অফিসে সব কম্পিউটারেই উইন্ডোজ এক্সপি এবং বাংলা লেখার জন্য লিখনি সফটওয়্যার ব্যাবহার করা হচ্ছে। আর অফিস অ্যাপ্লিকেশান হিসেবে ব্যাবহার করা হচ্ছে বিভিন্ন ভার্সনের এমএস অফিস। লেখনি ব্যাবহার করার আগে বিজয় ব্যাবহার করা হতো।
বর্তমানে আমি চাচ্ছি সবগুলো পিসিতে উইন্ডোজ-এর পরিবর্তে লিনাক্স ব্যাবহার করে বাংলা লেখার জন্য। কিন্তু এ ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি যা আপনাদের সাহায্য ছাড়া সমাধান করতে পারব না...
অনেক বড় পোস্টিং দিয়ে ফেললাম। আমি চাইনা আমার অফিসএ কেউ পাইরেটেড সফটওয়্যার ব্যাবহার করুক বা ভাইরাসের সমস্যায় ভুগুক। আমি নিশ্চিত যে অফিসে যদি ভাইরাস+পাইরেটেড সফটওয়্যারএর বিকল্প এবং কার্যকর সমাধান দেখাতে পারি তবে সবাই তা হাসি মুখে মেনে নিবে।
........
...........
.............
প্লিজ এক্সপার্টরা আমাকে এ বিষয়ে হেল্প করুন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম...
ধন্যবাদ সবাইকে!
আপনার আগ্রহ আর একাগ্রতার জন্য আগেই একটা ধন্যবাদ জানিয়ে রাখি। আপনার সমস্যাগুলো পড়ে দেখলাম এবং এখন একটা একটা করে সমাধান দিতে চেষ্টা করছি।
jhumur লিখেছেন:১) লিনাক্সএ যাবার ফলে উইন্ডোজ এ বাংলায় (বিজয়, লিখনি) তৈরি করা ওয়ার্ড, এক্সেল এর ফাইলগুলো কি পড়া/এডিট করা যাবে? ফন্টের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? হলে এর সমাধান কি?
হুমম আপনি লিনাক্স বেজড ডিস্ট্রো গুলোয় বিজয় বা লেখনী তে তৈরী করা কোন নথি (ওয়ার্ড, এক্সেল ইত্যাদি) পড়তে পারবেন। তবে সেগুলো সম্পাদনা করতে পারবেন না। সম্পাদনা করতে গেলে আপনাকে পুনরায় তথ্যগুলো টাইপ করে নিতে হবে। কারন একটাই ওগুলো আসকি ফন্টে তৈরী করা ছিলো আর লিনাক্স বেজড প্রতিটা ডিস্ট্রোই আপনাকে দেবে সর্বাধুনিক ইউনিকোড ফন্ট সাপোর্ট।
আর এজন্যেই আপনি যদি উইন্ডোজে অভ্র ব্যবহার করে কোন নথি তৈরি করে থাকেন তো সেগুলো সরাসরি লিনাক্স বেজড যে কোন ডিস্ট্রো (লিনাক্স মিন্ট, উবুন্টু ইত্যাদি) তে পড়া ও লেখা, উভয়টিই করতে কোন সমস্যায় পড়বেন না।
jhumur লিখেছেন:২) লিনাক্স এ বাংলায় কোনো ফাইল তৈরি করলে তা কি উইন্ডোজ থেকেও পড়া/এডিট করা যাবে?
উপরের প্রশ্ন আর এই প্রশ্ন একই। তাই এর উত্তরও একই হবে। 
jhumur লিখেছেন:৩) আমাদের অফিসএর অধিকাংশ টাইপিস্টই মুনির লেআউট ব্যাবহার করেন। লিনাক্স এ কি এর কোনো সমাধান আছে?
আপনি এই লে-আউটের কাছাকাছি লে-আউট যুক্ত করে নিতে পারবেন লিনাক্স বেজড প্রতিটা ডিস্ট্রোতেই। সমস্যা হবে না।
jhumur লিখেছেন:৪) প্লাটফর্ম হিসেবে কোন লিনাক্স (উবুন্তু এলটিএস, ফেডোরা, সেন্টওএস...) ব্যাবহার করা সহজ হবে?
আপনি লিনাক্স মিন্ট ব্যবহার করে দেখতে পারেন। আমি ডেস্কটপ কম্পিউটিংয়ের ক্ষেত্রে উবুন্টু'র চাইতে লিনাক্স মিন্ট ব্যবহারে স্বাচ্ছ্যন্দ বোধ করে থাকি।
jhumur লিখেছেন:৫) যদি সম্ভব হয় তবে বাংলা লেখার জন্য কিভাবে কাষ্টোমাইজড লিনাক্স সিডি তৈরি করবো যাতে করে এক বারের সেটআপেই সিস্টেমটা বাংলা ব্যাবহার করার জন্য তৈরি হয়ে যায়?
অবশ্যই যাবে এবং আপনি জেনে খুশি হবেন যে এই কাজের উপযোগী সংকলিত ডিভিডি ইতোমধ্যে আমাদের ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এর পক্ষ থেকে জনসাধারনের জন্য উন্মুক্ত করা হয়েছে (শুধুমাত্র জনস্বার্থে, বানিজ্যিক লাভের নিমিত্তে নয়)। এর একটা অনুলিপি সংগ্রহ করে আপনি নিজে ব্যবহার করে দেখুন এবং তারপর আপনার সহকর্মীদের মাঝে বিতরন করুন।
এজন্যে আপনি আমাদের ফাউন্ডেশনের ওয়েব সাইট থেকে কর্তৃপক্ষের বরাবরে ইমেইলে সিডি/ডিভিডি পাবার জন্য আবেদন করুন অথবা সরাসরি ফাউন্ডেশন কার্যালয় থেকেই সংগ্রহ করুন।