টপিকঃ আমরা শোকাহত
ইসমাইল টিপু গত ২৫মে, ২০১১ এ প্রজন্মে নিবন্ধন করেন। মাত্র ৫৫ টি মন্তব্য দিয়েই অনেকের ভালো লাগার পাত্রে পরিনত হয়েছিলেন ইসমাইল টিপু। সর্বশেষ পোস্ট করেছেন মাত্র ১০ দিন আগে, কিন্তু তখনও কেউ ভাবে নি ওই মন্তব্যই ছিল প্রজন্মে তার শেষ মন্তব্য। ইসমাইল টিপু আজ শুধুই স্মৃতি। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এ বিবিএ পড়ুয়া ইসমাইল টিপু আর কখনোই লগইন করবে না প্রজন্ম ফোরামে। ২০০৯ থেকে ধরা পড়া ব্লাড ক্যান্সার ধীরে ধীরে তাকে নিয়ে গেছে না ফেরার দেশে। মাত্র ২২ বছর বয়সে একটি সম্ভাবনাময় জীবন ঝড়ে গেল। টিপু যথেষ্ঠই শক্ত ছিলেন, তার নিজের অসুস্থতার কথা নিজে জানলেও কখনো ভেঙে পড়েন নি। দৃঢ় মনোবল নিয়ে লিখে গেছেন ব্লাড ক্যান্সারের সচেতনা নিয়ে।
২৪ নভেম্বর, ২০১১ বিকাল ৫টায় টিপু মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে প্রজন্ম পরিবার আন্তরিক সমাবেদনা জানাচ্ছে।
ইসমাইল টিপু এর জন্য দোয়া এবং তার পরিবারের প্রতি সমাবেদনা রইলো।