টপিকঃ ফায়ারফক্সের জন্য সেরা বাংলা ফন্ট ও সাইজ কি ?
আমি এক্সপি ও ফাফা ৮ নতুন ব্যবহারকারী। বাংলা লেখা ঠিক ভাবে পড়তে পারি না। ফায়ারফক্সের জন্য সেরা বাংলা ফন্ট ও সাইজ কি ? advance option এ কি পরিবর্তন আনতে হবে ?
নোটঃ ব্রাউজারের ট্যাবে বাংলা লেখা ঠিক ভাবে পড়া যায় না। ছোট ছোট হয়ে আসে।