টপিকঃ আজকে আবার প্রথম আলোতে সংবাদ
আজকের প্রথম আলোতে আবার প্রজন্ম ডট কমের খবর এসেছে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » আজকে আবার প্রথম আলোতে সংবাদ
আজকের প্রথম আলোতে আবার প্রজন্ম ডট কমের খবর এসেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত!!
রাজশাহী বিশ্ববিদ্যালয় কি আসলেই কোন আর্থিক বা প্রযুক্তিগত সহযোগিতা করেছিল? নাকি অযথাই বাহবা পেল?
আমার মনে হয়, কথাটা একটু ambiguous হয়ে গেছে। আসলে এই ওয়েবসাইটের প্রতিষ্ঠা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সেটাই কথার মারপ্যাঁচে এরকম হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় এমনিতেই ইন্টারনেট দেয়না ছাত্রদের (অ্যাডমিন জানিয়েছেন), আর ওয়েবসাইটে সাহায্য!!!
এ প্রসঙ্গে খুব শীঘ্রই একটি পোস্ট করব। কিভাবে সরকারী বিশ্ববিদ্যালয়ে তরুন-তরূণীদের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয় তার একটু নমুনা দেখাবো। একটু সময় করে নেই। কারণ ঐ বিষয়ে কিছু বললে বা লিখতে আমার স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে।
আর প্রথম আলোতে অবশ্য বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়। শুধু রাজশাহীর কথা বলা হয়েছে।
রাগিব ভাই আপনাকে খবরটা জন্য ধন্যবাদ। আমি সকালে ঘুম থেকেই উঠে দেখে মেইলবক্সে নতুন ৯জন সদস্যের এলার্এ। বুঝলাম কোথাও নিউজ এসেছে। তারপরই প্রথমআলোতে দেখি।
অন্যান্য পত্র পত্রিকাতেও মাঝে মাঝে জানান। সদস্য সংখ্যা আস্তে আস্তে বাড়বেই। তবে গুরুত্বপূর্ণ হলো কতজন স্থায়ী হয়, সেটা।
হুম, আমি অনেক পত্রিকায় একসাথেই পাঠাই। কিন্তু সবগুলো চেক করা হয়না।
আমি একটা জিনিস দেখেছি গত কয়েক বছরে সেটা হল, দেশে অবস্থানকারীদের চেয়ে বিদেশে অবস্থানকারীরাই বাংলা ও বাংলাদেশের প্রতি অনেক বেশি ভালবাসেন। দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝার মত ব্যাপার আরকি। অথচ, বিদেশে যারা আছেন তাঁরা দেশে অবস্থান কারীদের চেয়ে অনেক বেশি ব্যস্ত।
আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট করে ইন্টানেটের স্পীড। এই যেমন এখন তিন বার চেষ্টা করে কানেকশন ঠিক হল।
যাহোক আপনারা যারা বিদেশে আছেন, তাঁরাও অনু্গ্রহ করে আপনাদের পরিচিতদের কে আমন্ত্রন জানান।
আমার মনে হয় অনান্য বাংলা বিষয়ক ফোরামে এই ফোরামের কথা প্রচার করলে ইউজার সংখ্যা বারবে
আমার মনে হয় অনান্য বাংলা বিষয়ক ফোরামে এই ফোরামের কথা প্রচার করলে ইউজার সংখ্যা বারবে
গন্ডার, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। তবে জনপ্রিয় করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতাও একান্ত কাম্য।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » আজকে আবার প্রথম আলোতে সংবাদ
০.০৫৬১৪৯৯৫৯৫৬৪২০৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৯১৮০৬৪৯৯৯৩৬৩ টি কোয়েরী চলেছে