টপিকঃ রম্য: কে হতে চায় ফকির : পর্ব ২ : অতিথি : উদাসীন
প্রথম পর্ব চাইলে নিচের লিংক থেকে পড়ে নিতে পারেন:
অনেকদিন পর আবার সবাইকে অনেক অনেক স্বাগতম কে হতে চায় ফকির অনুষ্ঠানের ২য় পর্বে, আজকের অতিথি আমাদের প্রজন্ম ফোরামের জনপ্রিয় মডু উদাসীনদা। সবাই জোরে এক হাতে- দুই হাতে যেভাবে খুশি তালিয়া দেন...... তো চলেন শুরু করি...
স্বপ্নীল : আরে উদাসীনদা কি করছেন?
(উদাসীনদা মাটিতে ঝুকে পড়ে, চেয়ারের উপর নিচে, চারপাশে বিশাল বড় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি কি যেন দেখছেন ভাল মত)
উদাসীন : হুম, সব ঠিক আছে.....
- কি ঠিক আছে?
- দেখলাম ভয়ের কিছু আছে নাকি।
-ভয়? কিসের ভয়?
- কত কিছুর! বোমার ভয়! ভূমিকম্পের ভয়!
আমি শুনে আতকে উঠলাম, ভয়ে ভয়ে বললাম:
-তা কিছু পেয়েছেন নাকি?
-নাহ, এইবারের মত নিরাপদ, তবে বলা যায় না কিছুই, নেও জলদি শুরু করো
- আচ্ছা আচ্ছা, বুকের উপর থেকে বিশ মন ওজনের পাথর নেমে গেল জনাব
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
আপনার কাছে ১ম প্রশ্ন: বাংলা কোন সিনেমায় নায়ক যাকিব কান ম্যানহোলের ভিতর গুন্ডাদের সাথে মারপিট করেছিল? সিনেমার নাম বলতে হবে...
অপশনস:
A) আমি এখন আন্ধারে
B) এক রাশ গন্ধ এবং আমি
C) অন্ধকারে কারে মারি, কারে ধরি
D) মাইরা এক্কেরে হাড্ডি-গুড্ডি ভাইংগা ফালামু
-ছবির নাম: আমি এখন আন্ধারে
- আপনে সিউর?
- আরে হান্ড্রেড পারছেন্ট ছিউর।
- লক করমু?
- করো করো জলদি করো। এই ফিলিম আমি দুইসো বার দেইকখা ফালাইছি।
- হুম.. আপনার উত্তর দুইসো পারছেন্ট সঠিক
উদাসীনদা সিট থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলেন, বেশ লম্বা সময় ধরে কোলাকুলি করলেন।
- আরে আরে করেন কি? মাত্র তো প্রথম প্রশ্ন গেল।
বহু কষ্টে উনার কোলাকুলি বন্ধ করলাম
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
এভাবে আরো ৯টি প্রশ্ন-উত্তর শেষ হয়ে যায়.........
স্বপ্নীল : এখন ১১তম প্রশ্ন: নিচের কোনটার মধ্যে শক্তিশালী ভাইটামিন আছে?
A) নাবিস্কো বিস্কুটের মধ্যে
B) তেলাপিয়া মাছের মধ্যে
C) শক্ত মাইরের মধ্যে
D) সবুজ ঘাসের মধ্যে
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
উদাসীন: আনসার C) শক্ত মাইরের মধ্যে।
- ওকে লক করলাম। তবে আনসার একটু পরে বলছি।
এসময় আমি দর্শকদের উদ্দেশ্যে বিরাট লম্বা ভাষন দিতে লাগলাম:
-দর্শকবৃন্দ, এই যে উদাসীনদা, তিনি হচ্ছেন অসাধারণ একজন মডু, তিনি বিরাট বড় কবি, সাহিত্যিক, গল্পকার...তিনি অমুক সালের এত তারিখে অমুক লোককে ব্যান করেছেন, তিনি অতটি লোককে সতর্কতা দিয়েছেন......
এভাবে একের পর এক তথ্য দিতে থাকি......
কিছুক্ষণ পর....
-আরে আপনি ঘুমিয়ে পড়েছেন নাকি? এই যে ..এই...
উদাসীনদা ঘুম থেকে উঠে রাগত চোখে আমার দিকে তাকিয়ে বললেন: "কি? ঘুম ভাংলা কেন?"
হঠাৎ মনে পড়ল তার: আমার আনসার কি হইছে? জলদি বলো। সব ভাইংগা ফেলাবো নাহলে
আমি উদাসীনদার লাল ঘুমন্ত চোখ আর আনসার শক্ত মাইরের কথা মনে করে তাড়াতাড়ি বললাম: হইছে হইছে (না হইলে তো আমি শেষ )
উদাসীনদা চেয়ার থেকে উঠে এইবারও আমার সাথে কোলাকুলি করতে লাগলেন। ঝাকুনিতে আমার হাড়-গোড় সব আলগা হয়ে গেল। এইবারও বহু কষ্টে ছাড়া পেলাম
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
এভাবে এক সময় ১৫তম, মানে সর্বশেষ প্রশ্নে চলে আসি আমরা.......
-আপনি ২য় নিরাপত্তা ধাপ পার বেশ আগেই হয়েছেন। এখন যাই ঘটুক না কেনো আপনের আর কোনো ভয় নাই
- ভয়? হুহ! এই উদাসীন কাউরেও জীবনে ভয় পায় নাই। যদি কেউ তোমারে ভয় দেখাতেও আসে, আমারে বলবা, একদম ছিল্লা কাইট্টা লবন লাগায়া দিমু
শুনে আমি বড়সড় ঢুক গিললাম
স্বপ্নীল : শেষ প্রশ্ন: বলিউড হিরু চলমান কান এখন পর্যন্ত কয়টা প্রেমে পড়েছে?
A) ৩টা
B) ৭টা
C) ১০টা
D) ১৪টা
-প্রেম স্পেশিয়ালিস্ট অয়ন খানের সাপোর্ট লাগবে, জলদি ফোন লাগাও
লাইফ লাইন: ফোন টু অয়ন খান.....
ঘটনাক্রমে অয়ন খান তখন কেএফসিতে তাহার গার্ল ফ্রেন্ডের সহিত ডেটিং মারিতেছিল
উদাসীন: অয়ন, তুমি কোথায়?
অয়ন খান : ভাইয়া, আমি তো মামার বাসায়, মামার সাথে কথা বলতেসি ( ডাহা মিথ্যা কথা )
অয়ন খানের গার্ল ফ্রেন্ড ফিস ফিস করে: এই কে ফোন করছে? কোনো মেয়ে নাতো?
- আরে না না, একটু চুপ করো।
উদাসীন: অয়ন, আমাকে হেল্প করো। এই প্রশ্নের আনসার কি হবে?
বলিউড হিরু চলমান কান এখন পর্যন্ত কয়টা প্রেমে পড়েছে?
A) ৩টা
B) ৭টা
C) ১০টা
D) ১৪টা
- উমম...১৪ টা। হ্যা, বলে দেন ১৪ টা প্রেম।
- তুমি কি সিউর?
- আমি ২০০০ পারসেন্ট সিউর। কলি-মলি জলি সবার কসম কাইটা বলতেছি
উদাসীনদা হাসি মুখে ফোন কেটে দেন
উদাসীন: আনসার D) ১৪টা
- লক করবো?
- জলদি করো, নাইলে তোমার সানডে- টুইজডে সোব ক্লোজ কইরা দিমু
আমি দ্রুত লক করে দিলাম, সব দিন ক্লোজ করে দিলে বিলকিসের সাথে ডেটিং মারব কিভাবে?
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
স্বপ্নীল : অভিনন্দন, ইয়াহু, মারভেলাস। আপনি হয়ে গেছেন "কে হতে চায় ফকির" এর ২য় পর্বের বিজয়ী। আপনি জিতে নিয়েছেন: লন্ডনের টেমস নদীর তীরে একটু বসার জায়গা, ছিড়া-ফাটা বিবর্ন জিন্সের প্যান্ট, ভাংগা সানগ্লাস, পয়সা রাখার ব্যাগ, দুখখের গান বাজানোর জন্য নষ্ট মিউজিক প্লেয়ার ইত্যাদি সহ আরো অনেক কিছু
খুশিতে উদাসীনদা আবার চেয়ার থেকে উঠে আমাকে জড়িয়ে ধরতে যান। এইবার বোধহয় আমাকে কোলাকুলিতেই জীবন দিতে হবে বাচতে চাইলে দৌড়াতে হবে, আমি উঠে দৌড় দিলাম। উদাসীনদা আমার পিছে পিছে দৌড়ে আসতে লাগল। আজকের পর্ব এখানেই শেষ। সবাই ভাল থাকবেন। বেচে থাকলে আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
পিছনের ঘটনা:
এদিকে উদাসীনদা ফোন কেটে দেবার পর অয়নের ওখানে তার গার্লফ্রেন্ড হঠাৎ তাকে জোরে চর মারে।
-ছি:, তুমি এত নিচ, ১৪ টা প্রেম, না? কলি-মলি-জলি?
-না না, আসতাগফিরু্ল্লাহ! এসব কি বলো! আরে তুমি আমার কথাটা শুনো।
-কোনো কথা শুনবো না, ২ বছরের রিলেশন এখানেই শেষ। খবরদার তুমি আর আমারে ফোন দিবা না। আমার বিল্টুই ভাল ছিল
লেখাটি লিখেছেন: স্বপ্নীল - প্রজন্ম ফোরাম
এটুকু বলে মেয়ে দ্রুত বের হয়ে চলে যায়।
অয়ন "ওরে আমি গেলাম রে, আমার সব শেষ হয়ে গেল রে" বলে জোরে জোরে বিলাপ করতে থাকে
তার মুখে এরপর থেকে একটা গানই বাজতে থাকে: "প্রেমের-ই নাম বেদনা...... সে কথা বুঝিনি আগে"........