টপিকঃ Nokia
অনেক সময় দেখা যায় নিজের মোবাইলটা কোন মডেলের তা হয়তো নিজেই জানেন না। অনেক সময় তার প্রয়োজন হয়, যেমন মেবাইলে MMS, WAP ও 3G সার্ভিস একটিভ করতে মোবাইল মডেল নাম্বার প্রয়োজন হয়।
মডেল নাম্বার জানতে কয়েকটি পদ্ধতি আছে।
পদ্ধতি-০১: আপনার মোবাইল যদি Nokia ব্যান্ডের হয়, তাহলে ডায়াল করুন:- **0000# এতে আপনার মোবাইলের মডেল হয়তো পেতে পারেন। সাথে জানতে পারবেন ভার্শন ও কত তারিখ সেটা রিলিজ হয়েছে।
পদ্ধতি ০২: উপরের পদ্ধতিতে অনেক সময় মোবাইল মডেল পাওয়া যায়না। (সাধারণত পুরনো মডেল গুলোতে) তাই মডেল জানতে আপনি মোবাইলের ব্যাটারি খুলে দেখুন মোবাইলের পিছনে অংশে যেখানে ব্যাটারি রাখা হয় সেখানে মডেল নাম্বার দেয়া আছে।
এই পদ্ধতিতে সব ব্রান্ডের মোবাইল এর মডেল নাম্বার জানা যায়।